গার্সিয়ার বিরুদ্ধে সাত বছর পর হার, প্রথম রাউন্ডেই বিদায় মাশার

দু’বছর আগে ২০১৬ এপ্রিলেই ডোপ কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েছিলেন শারাপোভা। তখন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে তিনি ছিলেন সাত নম্বরে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৮ ১২:১৬
Share:

উল্লাস: মারিয়া শারাপোভাকে হারিয়ে ক্যারোলিন গার্সিয়া। মঙ্গলবার স্টুটগার্ট ওপেনে। ছবি: গেটি ইমেজেস

স্টুটগার্ট ওপেনে নামার আগে তিনি বলেছিলেন, ‘‘এখনও গ্র্যান্ডস্ল্যাম জেতার স্বপ্ন দেখি।’’ ডোপ কেলেঙ্কারিতে ১৫ মাস নির্বাসন কাটিয়ে গত বছরই কোর্টে প্রত্যাবর্তন ঘটেছে তাঁর। প্রত্যাবর্তনের পরে তিয়ানজিন ওপেন ছাড়া কোনও টুর্নামেন্ট জিততে পারেননি তিনি। মঙ্গলবারও স্টুটগার্ট ওপেনের প্রথম পর্বেই ক্যারোলিন গার্সিয়ার বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন মারিয়া শারাপোভা।

Advertisement

দু’বছর আগে ২০১৬ এপ্রিলেই ডোপ কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েছিলেন শারাপোভা। তখন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে তিনি ছিলেন সাত নম্বরে। ১৫ মাস নির্বাসন থেকে প্রত্যাবর্তনের সময়ে ৪২ নম্বরে ছিলেন তিনি। মঙ্গলবার স্টুটগার্ট ওপেনে হারের পরে র‌্যাঙ্কিংয়ে পঞ্চাশ জনের মধ্যে তাঁর জায়গা হবে কি না সে বিষয়ে আশঙ্কা তৈরি হয়েছে। পরপর চার ম্যাচ হেরেছেন রুশ টেনিস তারকা। গার্সিয়ার বিরুদ্ধে হারলেন সাত বছর পর। ৩-৬, ৭-৬, ৬-৪ সেটে মাশাকে হারিয়েছেন এই ফরাসি টেনিস তারকা। ম্যাচ শেষে ক্যারোলিন বলেছেন, ‘‘হাড্ডাহাড্ডি লড়াই করেই জিততে হয়েছে। ম্যাচের প্রথম থেকেই আমি জানতাম, মারিয়া প্রচণ্ড লড়াকু খেলোয়াড়। ওর বিরুদ্ধে জিততে হলে শেষ পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে। তারই ফল পেলাম।’’

এখনও পর্যন্ত ৫টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন ৩১ বছর বয়সি টেনিস তারকা মাশা। ২০১৪ সালের ফরাসি ওপেনই তাঁর শেষ গ্র্যান্ডস্ল্যাম। প্রথম পর্বের ম্যাচের আগে মাশা বলছিলেন, ‘‘আমি আরও একটি অলিম্পিক্স খেলতে চাই। জানি না কতটা পারব। তবে আমি যতটা সম্ভব চেষ্টা করব।’’

Advertisement

এই ম্যাচের পরেও কি তিনি একই কথা ভাবছেন কিনা সেটাই এখন প্রশ্ন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement