ইনিয়েস্তার জন্য এল ক্লাসিকো জিততে মরিয়া সুয়ারেস

লা লিগায় ইতিমধ্যেই টানা ৪১ ম্যাচ অপরাজিত থেকে নতুন রেকর্ড করে বসে রয়েছে বার্সেলোনা। যার মধ্যে রয়েছে চলতি মরসুমের ৩৪ ম্যাচও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০১৮ ০৯:২১
Share:

লা লিগা জেতা হয়ে গিয়েছে চার ম্যাচ বাকি থাকতেই। এই পরিস্থিতিতে রবিবার এল ক্লাসিকোর ম্যাচে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বার্সেলোনার লক্ষ্য মর্যাদার লড়াই জিতে অপরাজিত থাকা।।

Advertisement

লা লিগায় ইতিমধ্যেই টানা ৪১ ম্যাচ অপরাজিত থেকে নতুন রেকর্ড করে বসে রয়েছে বার্সেলোনা। যার মধ্যে রয়েছে চলতি মরসুমের ৩৪ ম্যাচও। জিনেদিন জিদানের দল মেসিদের সেই অপরাজিত থাকার রেকর্ড ভাঙতে মরিয়া। যদিও মাঠে নামার আগেই বার্সেলোনার তারকা ফুটবলার লুইস সুয়ারেসের হুঙ্কার, ‘‘প্রথম পর্বের ম্যাচটা জিতেছিলাম। রিয়ালের ঘরের মাঠে গিয়ে গোল করে মাঠ ছেড়েছিলাম। এ বার নিজেদের মাঠেও এল ক্লাসিকো জিতে মরসুমটা দুর্দান্ত ভাবে শেষ করতে চাই।’’

গত বছরের শেষ দিকে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবাউয়ে গিয়ে ৩-০ জিতে ফিরেছিলেন লিয়োনেল মেসিরা। এ বার বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে সেই বদলা নিতে পারবেন কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? চোটের কারণে রিয়াল নাও পেতে পারে রাফায়েল ভারানকে। এ ছাড়াও চোট রয়েছে ইস্কো ও কার্বাহালের। শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথা ভেবে, চোটপ্রাপ্ত ফুটবলারদের নিয়ে বেশি ঝুঁকি নিতে চান না রিয়াল ম্যানেজার। তাই কাসেমিরো, গ্যারেথ বেলদের তৈরি রাখা হচ্ছে রবিবারের ম্যাচের জন্য।

Advertisement

বার্সেলোনা শিবির অপরাজিত থাকার সঙ্গে সঙ্গে ম্যাচ জিতে বিদায় সংবর্ধনা দিতে চায় আন্দ্রে ইনিয়েস্তাকে। এই মরসুম শেষ হলেই যাঁকে খেলতে দেখা যাবে চিনের ক্লাবে। বার্সেলোনা অধিনায়ক ইনিয়েস্তা যদিও এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বৃহস্পতিবার অনুশীলন করেননি। যদিও বার্সা শিবির সূত্রে খবর, ভালভার্দে এল ক্লাসিকোর জন্য তৈরি রাখছেন ইনিয়েস্তাকেও।

তবে এই ম্যাচ যেমন ইনিয়েস্তার শেষ এল ক্লাসিকো, ঠিক তেমনই রবিবার বার্সেলোনার জার্সি গায়ে প্রথম এল ক্লাসিকো খেলতে নামবেন তাদের ব্রাজিলীয় ফরোয়ার্ড ফিলিপে কুটিনহো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন