জার্মানিতে খেতাব জয় শুভঙ্করের

জার্মানিতে সারলোলাক্স ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতলেন ভারতের শুভঙ্কর দে। ফাইনালে ইংল্যান্ডের রাজীব ওউসেফকে ৩৪ মিনিটে হারালেন মহারাষ্ট্রের ২৫ বছর বয়সি খেলোয়াড়। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৮ ০৩:৪১
Share:

দুরন্ত: নামী তারকাকে অনায়াসে হারালেন শুভঙ্কর দে। ফাইল চিত্র

জার্মানিতে সারলোলাক্স ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতলেন ভারতের শুভঙ্কর দে। ফাইনালে ইংল্যান্ডের রাজীব ওউসেফকে ৩৪ মিনিটে হারালেন মহারাষ্ট্রের ২৫ বছর বয়সি খেলোয়াড়।

Advertisement

ফাইনালেই প্রথম বার রাজীবের সঙ্গে দেখা হয় তাঁর। যেখানে ২১-১১, ২১-১৪ গেমে বিপক্ষকে উড়িয়ে দেন তিনি। শুভঙ্কর বলেছেন, ‘‘এখনও পর্যন্ত আমার জীবনের সব চেয়ে বড় সাফল্য এটাই। ভেবেছিলাম ফাইনালে অনেকক্ষণ ধরে র‌্যালি চলবে। সে ভাবে প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু বেশি কষ্ট হয়নি।’’ শুভঙ্কর মনে করেন, জীবনের অন্যতম সেরা ফর্মে রয়েছেন তিনি। পরবর্তী প্রতিযোগিতায় এ ভাবেই খেলতে চান।

ফাইনালে নামার আগে ভাল ভাবেই প্রস্তুতি নিয়েছিলেন তিনি। এমনকি বিপক্ষ খেলোয়াড়ের ভিডিয়ো দেখে তাঁর খেলার পদ্ধতি বোঝারও চেষ্টা করেন। সেটাই কাজে দিয়েছে উঠতি তারকার। শুভঙ্করের কথায়, ‘‘ম্যাচের সময় আমি একেবারেই স্নায়ুর চাপে ভুগিনি। হাল্কা মেজাজে খেলার চেষ্টা করছিলাম। জানতাম, কিছু হারানোর নেই। যা আছে পুরোটাই পাওয়ার। সেই মানসিকতা থেকেই হয়তো এই সাফল্য।’’ ১৯৯৩ সালে কলকাতায় জন্ম শুভঙ্করের। ব্যাডমিন্টন জীবন গড়ার লক্ষ্যে মহারাষ্ট্রের থানেতে পরিবারের সঙ্গে চলে যান তিনি। তার পর থেকে খেলাতেই মনোনিবেশ করেছেন। তখন কি আর জানতেন যে, এক দিন অনায়াসে কিংবদন্তি লিন ডানকে হারাতে পারবেন শুভঙ্কর!

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন