Sports News

দেশের হয়ে গোল, রুনিকে ছুঁলেন সুনীল ছেত্রী

ভারতের হয়ে তিনিই সর্বোচ্চ গোলদাতা। ৯৩ ম্যাচে এখনও পর্যন্ত করে ফেলেছেন ৫৩ গোল। এএফসি কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে শেষ মুহূর্তে গোল করে দেশকে জিতিয়েছেন শুধু না ৬৪ বছরের না পারাটাকেও পেড়িয়ে গিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ২০:২১
Share:

সুনীল ছেত্রী। ছবি: সংগৃহীত।

ভারতের হয়ে তিনিই সর্বোচ্চ গোলদাতা। ৯৩ ম্যাচে এখনও পর্যন্ত করে ফেলেছেন ৫৩ গোল। এএফসি কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে শেষ মুহূর্তে গোল করে দেশকে জিতিয়েছেন শুধু না ৬৪ বছরের না পারাটাকেও পেড়িয়ে গিয়েছেন তিনি। তিনি সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবলের সর্বকালের সেরা স্ট্রাইকার এখন তিনিই। ছাপিয়ে গিয়েছেন ভারতীয় ফুটবল আইকন ভাইচুং ভুটিয়াকেও। সেই সুনীল ছেত্রী এ বার ছুঁয়ে ফেললেন ইংল্যান্ড তারকা ওয়েন রুনিকে। এটাই সত্যি। দেশের হয়ে গোলের বিচারে একই স্থানে রয়েছেন এই দু’জন। ভারতীয় ফুটবল অনেক দূর পর্যন্ত এই সব দেশের ধারে কাছে নেই। কিন্তু সেই ফুটবলের হাত ধরেই বিশ্ব ফুটবলারদের সঙ্গে সমানে সমানে লড়ে চলেছেন সুনীল।

Advertisement

এই মুহূর্তে যাঁরা দাঁপিয়ে খেলছেন, সেই তালিকায় অবশ্যই শীর্ষে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিরা। তাঁদের ছাপিয়ে যেতে আর বেশি সময় লাগবে না সুনীলের। যদিও আন্তর্জাতিক ম্যাচে অনেক কম খেলে ভারত। তাই গড়ের দিক থেকে সবাইকেই ছাপিয়ে গিয়েছেন সুনীল। দেশের হয়ে গোল করার নিরিখে প্রথম পাঁচের শীর্ষে রয়েছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ১৩৮ ম্যাচে তাঁর গোল ৭১টি। আর্জেন্তিনা তারকা লিওনেল মেসি রয়েছেন দু’নম্বরে। ১১৭ ম্যাচে মেসির গোল সংখ্যা ৫৮। তিনে রয়েছেন ইউএসএ-র ক্লিন্ট ডেম্পসে। ১৩২ ম্যাচে ডেম্পসের গোল ৫৬। এতদিন চারে ছিলেন ইংল্যান্ডের তারকা ওয়েন রুনি। ১১৯ ম্যাচে ৫৩ গোল রয়েছে তাঁর দখলে। গত মঙ্গলবার মায়ানমারের বিরুদ্ধে গোল করে রুনিকে ছুঁয়ে ফেললেন ভারতের সুনীল ছেত্রী। ৯৩ ম্যাচে সুনীলের গোল ৫৩। কিন্তু ম্যাচের হিসেবে রুনিকেও ছাপিয়ে গিয়েছেন ভারতের এই স্ট্রাইকার।

আরও খবর: রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত ব্রাজিলের

Advertisement

আর একটি জায়গায় সবাইকে ছাপিয়ে গিয়েছেন রুনি। সেটা হল গোলের গড়ে। সবার থেকে কম ম্যাচ খেলে এখানে পৌঁছেছেন তিনি। যেখানে ৫৩ গোল করতে রুনির লেগেছে ১১৯টি ম্যাচ সেখানে সুনীল ছেত্রীর লেগেছে ৯৩। বাইর হিসেব দেখলে গড়ের দিক থেকে শীর্ষে সুনীলই। তাঁর গোলের গড় ০.৫৬। তার পর রয়েছেন রোনাল্ডো (০.৫৪), মেসি (০.৪৯), রুনি (০.৪৪) ও ডেম্পসে (০.৪২)। যদিও দেশের হয়ে গোল করার নিরিখে শীর্ষে রয়েছেন ইরানের আলি দেই। ১৪৯ ম্যাচে তাঁর গোল ১০৯। দ্বিতীয় স্থানে রয়েছেন হাঙ্গেরির পুসকাস। ৮৯ ম্যাচে তিনি করেছেন ৮০ গোল। দেশের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন পেলে। ৯২ ম্যাচে তাঁর গোল ৭৭।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন