শহরে সুনীল নারিন

শহরে ওয়েস্ট ইন্ডিজ। শহরে সুনীল নারিনও। ক্যারিবিয়ান রহস্য স্পিনার অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল নয়, আইপিএলের প্রস্তুতি নিচ্ছেন। এ দিন সল্টলেক যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে টানা বোলিং করে যান নারিন। সঙ্গে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের ভিডিও অ্যানালিস্ট এবং সাপোর্ট স্টাফ। তাঁর যে ডেলিভারি নিয়ে সমস্যা হচ্ছিল, সেই অফস্পিনটা বারবার করেন নারিন।

Advertisement
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৬ ০৩:২৮
Share:

ছবি: শঙ্কর নাগ দাস।

শহরে ওয়েস্ট ইন্ডিজ। শহরে সুনীল নারিনও। ক্যারিবিয়ান রহস্য স্পিনার অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল নয়, আইপিএলের প্রস্তুতি নিচ্ছেন। এ দিন সল্টলেক যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে টানা বোলিং করে যান নারিন। সঙ্গে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের ভিডিও অ্যানালিস্ট এবং সাপোর্ট স্টাফ। তাঁর যে ডেলিভারি নিয়ে সমস্যা হচ্ছিল, সেই অফস্পিনটা বারবার করেন নারিন। বোলিংয়ের ভিডিও তোলা হয়। তিনি আইপিএল খেলার ছাড়পত্র পেলেও ৫ এপ্রিল চেন্নাইয়ের স্পোর্টস সায়েন্স সেন্টারে বায়োমেকানিক্স পরীক্ষার জন্য যেতে পারেন। নারিন নিজে না বললেও শোনা যাচ্ছে, রাতের দিকে ওয়েস্ট ইন্ডিজ টিমমেটদের সঙ্গে দেখা করেন তিনি। শনিবার নাকি গেইলদের ড্রেসিংরুমে যাওয়ার অনুমতি চেয়েছেন আইসিসির কাছে। ইডেনে বসে রবিবারের ফাইনালও দেখতে চান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement