সুনীলের জোড়া গোল, ফের লিগ শীর্ষে বেঙ্গালুরু

মুম্বইকে ২-০ হারিয়েই অভিষেকের আইএসএলে অভিযান শুরু করেছিল বেঙ্গালুরু। ঘরের মাঠ শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সেই ম্যাচে প্রথম গোল করেছিলেন নিকোলাস ফেদর (মিকু)।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৮ ০৩:৫৩
Share:

ফের গোলের রাস্তায় সুনীল। ছবি: আইএসএল

বেঙ্গালুরু এফসি ৩ - ১ মুম্বই সিটি এফসি

Advertisement

অপ্রতিরোধ্য সুনীল ছেত্রী। মুম্বই সিটি এফসি-কে ৩-১ উড়িয়ে দিয়ে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) টেবলের শীর্ষস্থান পুনরুদ্ধার বেঙ্গালুরু এফসি-র।

মুম্বইকে ২-০ হারিয়েই অভিষেকের আইএসএলে অভিযান শুরু করেছিল বেঙ্গালুরু। ঘরের মাঠ শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সেই ম্যাচে প্রথম গোল করেছিলেন নিকোলাস ফেদর (মিকু)। ম্যাচের শেষ মুহূর্তে গোল করেছিলেন সুনীল। বৃহস্পতিবারও সুনীল-মিকু যুগলবন্দিতে ফের বিপর্যস্ত রণবীর কপূরের দল। মুম্বইয়ের ঘরের মাঠে ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন জাতীয় দলের অধিনায়ক। সুনীলের দ্বিতীয় গোল ৫২ মিনিটে। মুম্বইয়ের হয়ে ৭৬ মিনিটে একমাত্র গোল করেন লিও কোস্তা।

Advertisement

আইএসএলে টেবলে সবচেয়ে নীচে থাকা দিল্লি ডায়নামোজ এফসি-র বিরুদ্ধে আগের ম্যাচে হেরে তেতে ছিলেন বেঙ্গালুরুর ফুটবলাররা। এ দিন ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলেন তাঁরা। এই মুহূর্তে ১১ ম্যাচে ২১ পয়েন্ট বেঙ্গালুরুর। ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেন্নাইয়িন এফসি। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে এফসি পুণে সিটি। তবে আজ, শুক্রবার গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে জিতলে অবশ্য ফের এক নম্বরে উঠে আসবেন জেজে লালপেখলুয়া-রা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement