বাবা হয়েই টুইটারে মেয়ের নাম জানালেন রায়না

‘ওয়েলকাম মাই বিউটিফুল ডটার #গ্রেসিয়ারায়না।’ মেয়ের বাবা হয়ে টুইটারে এমনটাই জানালেন সুরেশ রায়না। রবিবার আমস্টারডামের একটি বেসরকারি হাসপাতালে তাঁদের ফুটফুটে মেয়েকে স্বাগত জানান রায়না দম্পতি। টুইটারে ছোট্ট সোনার নামও জানিয়েছেন— গ্রেসিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ১১:৩৫
Share:

‘ওয়েলকাম মাই বিউটিফুল ডটার #গ্রেসিয়ারায়না।’ মেয়ের বাবা হয়ে টুইটারে এমনটাই জানালেন সুরেশ রায়না। রবিবার আমস্টারডামের একটি বেসরকারি হাসপাতালে তাঁদের ফুটফুটে মেয়েকে স্বাগত জানান রায়না দম্পতি। টুইটারে ছোট্ট সোনার নামও জানিয়েছেন— গ্রেসিয়া।

Advertisement

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দিন কয়েক আগেই আইপিএলের খেলা ছেড়ে নেদারল্যান্ডসে উড়ে গিয়েছিলেন গুজরাত লায়ন্সের ক্যাপ্টেন। ন’বছরের টুর্নামেন্টের ইতিহাসে খেলায় এক বারের জন্য ছেদ পড়েনি রায়নার। এ বারই অবশ্য তার ব্যতিক্রম হল।

আরও পড়ুন

Advertisement

প্রেগন্যান্সি প্ল্যান শেয়ার করলেন সোহা?

সন্তানের জন্মের আগে থেকেই অবশ্য তার নাম নিয়ে মি়ডিয়াতে জল্পনা শুরু হয়েছিল। কয়েকটি চ্যানেলে তো রায়নার মেয়ের নামও ঠিক করে দেয়— শ্রেয়সী। এমনকী উইকিতেও রায়নার প্রোফাইলে এই নয়া আপডেট দেখা যাচ্ছিল। কিন্তু, শেষমেশ জল্পনার অবসান করে টুইটারেই মেয়ের জানিয়ে দিলেন তিনি। এর পর টুইটারেই মেয়ের ছবি পোস্ট করেছেন রায়না।

ছবি: টুইটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement