টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ রানে হারাল বাংলাদেশ

জিতেই শুরু করল বাংলাদেশ। এশিয়া কাপে যে ফর্মে শেষ করেছিল সেই ফর্মেই শুরু করে দিল বিশ্বকাপও। টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ রানে হারিয়ে দিল ব্যাঘ্র বাহিনী। তামিমের অসাধারণ ব্যাটিং ও সাকিব, আল আমিনদের বোলিংয়ে প্রথম ম্যাচ জিতেই শুরু করল বাংলাদেশ। ধর্মশালায় এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ১৫৩ রান তোলে বাংলাদেশ। জবাবে ১৪৫ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস।

Advertisement
শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৬ ১৫:০৮
Share:

জিতেই শুরু করল বাংলাদেশ। এশিয়া কাপে যে ফর্মে শেষ করেছিল সেই ফর্মেই শুরু করে দিল বিশ্বকাপও। টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ রানে হারিয়ে দিল ব্যাঘ্র বাহিনী। তামিমের অসাধারণ ব্যাটিং ও সাকিব, আল আমিনদের বোলিংয়ে প্রথম ম্যাচ জিতেই শুরু করল বাংলাদেশ। ধর্মশালায় এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ১৫৩ রান তোলে বাংলাদেশ। জবাবে ১৪৫ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস।

Advertisement

• ৮ রানে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ।

• ২০ ওভারের শেষে নেদারল্যান্ডস ১৪৫/৫।

Advertisement

• একটি করে উিকেট নিলেন নাসির হোসেন ও মাশরাফি।

• বাংলাদেশের হয়ে দু’টি করে উইকেট নিলেন সাকিব ও আল আমিন।

• ১২ ওভারে নেদারল্যান্ডস ৭৯/৩।

• তৃতীয় উইকেট নেদারল্যান্ডসের। সাকিবের বলে বোল্ড কুপার।

• ১১ ওভারে মেদারল্যান্ডস ৭৬/২।

• ১০ ওভারে নেদারল্যান্ডস ৭১/২।

• দ্বিতীয় উইকেট হারাল নেদারল্যান্ডস। নাসির হোসেনের বলে বোল্ড মাইবুর।

• ৫ ওভারে নাদারল্যান্ডস ২৫/১।

• সেই আল আমি হোসেনের বলে সাব্বির রহমানকে ক্যাচ দিয়ে আউট হলেন ওয়েসলি বারেসি।

• প্রথম উইকেট হারাল নেদারল্যান্ডস।

• প্রথম ওভারের শেষ নেদারল্যান্ডস ৪/০।

• ব্যাট করছেন স্টিফেন মাইবুর ও ওয়েসলি বারেসি।

• ব্যাটিং শুরু নেদারল্যাল্ডসের।

• নির্ধারিত ওভারের শেষে বাংলাদেশ ১৫৩/৩।

• একা শেষ পর্যন্ত লড়ে গেলেন তামিম ইকবাল। করলেন ৫৮ বলে অপরাজিত ৮৩ রান। তাঁর এই ইনিংস সাজানো ছিল ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে।

• মাশরাফি মোর্তাজাও ভরসা দিতে ব্যর্থ।

• মাত্র ৩ রান করে আউট হলেন নাসির হুলেন।

• ১৭ ওভারে বাংলাদেশ ১২৫/৫।

• দুরন্ত তামিম ইকবাল। ব্যাট করছেন ৭২ রানে।

• বাংলাদেশ ১৫ ওভারে ১১২/৫।

• একই ওভারে আউট মুশফিকুরও।

• মাহমুদুল্লাহ আউট।

• ১৩ ওভারে বাংলাদেশ ৯৯/৩।

• প্যাভেলিয়নে ফিরলেন সাকিব। করলেন মাত্র ৫ রান।

• ৯ ওভারে বাংলাদেশ ৬২/২।

• উল্টোদিকে ভরসা দিচ্ছেন তামিম। সঙ্গে ব্যাট করতে এলেন সাকিব আল হাসান।

• শুরুতেই বাংলাদেশের জোড়া উইকেট তুলে নিলেন নেদারল্যান্ডসের ভ্যান ডার মারউই।

• দ্বিতীয় উইকেট বাংলাদেশের। এবার আউট হলেন সাব্বির রহমান।

• সপ্তম ওভারের শেষ বলে ভ্যান ডার মারউইকে ছক্কা হাঁকালেন তামিম।

• তাঁর সঙ্গে ব্যাট করতে এসেছেন সাব্বির রহমান। তিনি ব্যাট করছেন ৪ রানে।

• ১৪ রানে ব্যাট করছেন ওপেনার তামিম ইকবাল। যাঁর উপর অনেক ভরসা বাংলাদেশের।

• ৬ ওভারে বাংলাদেশ ৩৩/১।

• ৫ ওভারে বাংলাদেশ ২৬/১।

• ৪ ওভারে বাংলাদেশ ২৩/১।

• ১৫ রান করে প্যাভেলিয়নে ফিরলেন তিনি।

• সৌম্য সরকার আউট।

৩ ওভারে বাংলাদেশ ১৮/০।

• সৌম্য ব্যাট করছেন ১২ রানে ও তামিম ২ রানে।

• ২ ওভারের শেষে বাংলাদেশ ১৩/০।

• ব্যাট করছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

• খেলা শুরু।

বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে ফেভারিট বাংলাদেশই। বুধবার ধর্মশাল প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন মাশরাফি মোর্তাজা। প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডসের সামনে ১৫৪ রানের লক্ষ্যমাত্রা রাখল বাংলাদেশ।

আরও খবর

ইডেনকে তৈরি রাখার নির্দেশ, ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে কলকাতায়

মুস্তাফিজুর নেই, বাংলাদেশকে ভাবাচ্ছে শ্বাসকষ্ট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement