Sports News

ঝুলে রইল আই লিগ-আইএসএলের ভাগ্য

আবারও ব্যর্থ ইস্টবেঙ্গল-মোহনবাগানের সঙ্গে ফেডারেশনের বৈঠক। দুই লিগের ভাগ্য নির্ধারণে শনিবার আলোচনায় বসেছিল ফেডারেশন। এই তালিকায় ছিল ইস্টবেঙ্গল, মোহনবাগানের আইএস খেলার বিষয়টিও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০১:৩৪
Share:

আবারও ব্যর্থ ইস্টবেঙ্গল-মোহনবাগানের সঙ্গে ফেডারেশনের বৈঠক। দুই লিগের ভাগ্য নির্ধারণে শনিবার আলোচনায় বসেছিল ফেডারেশন। এই তালিকায় ছিল ইস্টবেঙ্গল, মোহনবাগানের আইএস খেলার বিষয়টিও।

Advertisement

ইস্টবেঙ্গলের তরফে এ দিনের সভায় উপস্থিত ছিলেন দেবব্রত সরকার, শান্তিরঞ্জন দাশগুপ্ত এবং প্রণব দাশগুপ্ত। অন্য দিকে, মোহনবাগানের হয়ে প্রতিনিধিত্ব করেন দেবাশিষ দত্ত এবং সৃঞ্জয় বসু। ফেডারেশনের সভাপতি প্রফুল্ল পটেল ছাড়াও এ দিনের সভায় এআইএফএফের পক্ষ থেকে উপস্হিত ছিলেন সহ-সভাপতি সুব্রত দত্ত, সচিব কুশল দাস এবং আই লিগ সিইও সুনন্দ ধর।

এ দিনের সভার মূল আলোচ্য বিষয় ছিল কী ভাবে আইএসএলে কলকাতার দুই প্রধানকে অন্তর্ভুক্ত করা যায়। প্রফুল্ল পটেল বলেন, ‘‘আই লিগই দেশের সর্ব্বচ্চ লিগ, আইএসএলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। অতএব, দুই লিগ এক হওয়ার কোনও সম্ভবনাও নেই এই মুহূর্তে। আমরা চাই একই সময়ে সমান্তরাল ভাবে এই দু’টি লিগই চলুক।’’ প্রথম যুক্তি মানলেও দুই লিগ এক সঙ্গে চলার বিষয়ে আপত্তি তোলেন দুই দলেরই কর্তারা। এ দিন ইস্টবেঙ্গলের সহ-সচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত বলেন, ‘‘একই সময়ে দুই লিগ চললে তা আমরা মানব না এবং আই লিগ দেশের এক নম্বর লিগ হওয়ার দরুণ আই লিগ চ্যাম্পিয়ন দলকেই এএফসি চ্যলেঞ্জার্সে খেলার সুযোগ দিতে হবে।’’ এই বিষয়ে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, এএফসি-র সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

প্রসঙ্গত এএফসি-র বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে আগামিকাল দেশ ছাড়ছেন কুশল দাস এবং প্রফুল্ল পটেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন