বিশ্বকাপ দল প্রায় তৈরি, আত্মবিশ্বাসী রোহিতের ঘোষণা

ভারতের বিশ্বকাপ দল প্রায় তৈরি বলে মনে করেন সহ অধিনায়ক রোহিত শর্মা। তবে এই দলে কারও জায়গা পাকা নয় বলে জানিয়ে দিচ্ছেন তিনি। বিশ্বকাপের আগে কারও ফর্ম পড়তে থাকলে তাঁকে বিশ্বকাপে নাও দেখা যেতে পারে বলেন মনে করেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজ শুরুর দু’দিন আগে এমনই জানালেন ভারতের গত ওয়ান ডে সিরিজের সেরা ব্যাটসম্যান। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ০৩:২৯
Share:

ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা।—ফাইল চিত্র।

ভারতের বিশ্বকাপ দল প্রায় তৈরি বলে মনে করেন সহ অধিনায়ক রোহিত শর্মা। তবে এই দলে কারও জায়গা পাকা নয় বলে জানিয়ে দিচ্ছেন তিনি। বিশ্বকাপের আগে কারও ফর্ম পড়তে থাকলে তাঁকে বিশ্বকাপে নাও দেখা যেতে পারে বলেন মনে করেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজ শুরুর দু’দিন আগে এমনই জানালেন ভারতের গত ওয়ান ডে সিরিজের সেরা ব্যাটসম্যান।

Advertisement

ঘরের মাঠে ওয়ান ডে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আগেই। তবে অস্ট্রেলিয়ার মাঠে আসন্ন ওয়ান ডে সিরিজেই শুরু হচ্ছে ভারতীয় দলের আসল ওয়ান ডে প্রস্তুতি। বিশ্বকাপের আগে যে ১৩টি ওয়ান ডে ম্যাচ খেলবেন বিরাট কোহালিরা, সেই ম্যাচগুলিতে চূড়ান্ত প্রস্তুতি সারবেন তাঁরা। এই ম্যাচগুলিতে যাঁরা খেলবেন, তাঁদের বেশির ভাগই বিশ্বকাপেও খেলবেন বলে জানিয়ে দিলেন সহ অধিনায়ক রোহিত। বৃহস্পতিবার সিডনিতে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমরা এ বার যে ১৩টি ওয়ান ডে ম্যাচ খেলব, সেগুলোতে যে দল খেলবে, সেটাই মোটামুটি আমাদের বিশ্বকাপ দল। চোট-আঘাতের জন্য হয়তো দু-একটা পরিবর্তন হতে পারে। সারা বছর ধরে প্রচুর ক্রিকেট খেলেছি আমরা। তাই চোট-আঘাত হতেই পারে। তবে ফিটনেস ও ফর্মের কারণ ছাড়া তেমন বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা দেখছি না।’’ তবে বিশ্বকাপের আগের এই ম্যাচগুলিতে যাঁরা ভারতীয় দলের হয়ে মাঠে নামবেন, তাঁরা যে প্রত্যেকেই জুনে ইংল্যান্ডের বিমানের টিকিট পাবেন, তার কোনও নিশ্চয়তা নেই বলে জানিয়ে দেন রোহিত। এই নিয়ে তিনি বলেন, ‘‘প্রত্যেককেই পারফরম্যান্স দেখাতে হবে বিশ্বকাপের আগে। তা হলেই বিশ্বকাপ দলে থাকবে।’’

গত বার ভারতীয় দল অস্ট্রেলিয়ায় ওয়ান ডে সিরিজে ১-৪ হেরেছিল। সে বার তাদের টপ অর্ডার ব্যাটসম্যান রোহিত, শিখর ধওয়ন ও বিরাট কোহালি ভাল খেললেও মিডল অর্ডারের ব্যর্থতায় তাঁদের চেষ্টা বিফলে যায়। এ বার আর তা হওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন রোহিত। বলেন, ‘‘এটা দু-একজনের ব্যাপার নয়। দলের এগারো জনেরই ব্যাপার। দু-একজন ভাল খেলে দু-একটা ম্যাচ জেতাতে পারে। কিন্তু চ্যাম্পিয়ন হতে গেলে পুরো ব্যাটিং বিভাগকেই ভাল খেলতে হবে। একটা সময় সবাই মিলে চ্যালেঞ্জ নিয়ে দলকে জেতাতে হবে। টপ অর্ডার ব্যর্থ হলে মিডল অর্ডারকে দায়িত্ব নিতে হবে। এশিয়া কাপে বা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এটা করতে পেরেছি আমরা।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন