Australian Open 2025

ফাইনালে হারের পরেই বিদ্রুপ, এক মহিলার চিৎকারে অস্বস্তিতে পড়লেন জ়েরেভ

রবিবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরে অস্বস্তিতে পড়লেন জ়েরেভ। এক মহিলা বার বার চিৎকার করে একই কথা বলতে লাগলেন। বাকি দর্শকেরাও চমকে গিয়ে চুপ করেছিলেন। পরে বিদ্রুপের আওয়াজ শোনা যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪৩
Share:

ফাইনালে হেরে যাওয়ার পর অ্যালেক্সান্ডার জ়েরেভ। ছবি: রয়টার্স।

সবে অস্ট্রেলিয়ান ওপেন শেষ হয়েছে। ৩-৬, ৬-৭, ৩-৬ গেমে হেরে গিয়েছেন অ্যালেক্সান্ডার জ়েরেভ। তাঁকে পুরস্কার দেওয়ার জন্য স্টেজে ডাকা হয়েছে। কিছু বলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন জার্মান তরুণ। গোটা স্টেডিয়াম চুপ। হঠাৎ সেই নিস্তব্দতা ভেঙে এক মহিলার চিৎকার, “অলিয়া এবং ব্রেন্ডাকেই বিশ্বাস করে অস্ট্রেলিয়া।”

Advertisement

প্রথমটায় চমকে গিয়েছিলেন জ়েরেভ। কিছু ক্ষণের মধ্যে বুঝতে পারলেন মহিলা কী বলছেন। অস্বস্তি তখন জ়েরেভের চোখে, মুখে স্পষ্ট। মহিলা বার বার চিৎকার করে একই কথা বলতে লাগলেন। বাকি দর্শকেরাও চমকে গিয়ে চুপ করেছিলেন। পরে বিদ্রুপের আওয়াজ শোনা যায়। কিছু ক্ষণের মধ্যে সেই আওয়াজ বদলে যায় হাততালিতে। চাপা পড়ে যায় মহিলার কণ্ঠস্বর। বলতে শুরু করেন জ়েরেভ।

কিন্তু কে এই অলিয়া এবং ব্রেন্ডা? যাঁদের অস্ট্রেলিয়া বিশ্বাস করে বলে চিৎকার করলেন ওই মহিলা। বিশ্বের দু’নম্বর টেনিস তারকার প্রাক্তন বান্ধবী অলিয়া শারিপোভা এবং ব্রেন্ডা পাতেয়া। তাঁদের কথাই রবিবার বলেছেন ওই মহিলা। জ়েরেভের দুই প্রাক্তন বান্ধবী গার্হস্থ্য হিংসার অভিযোগ করেছিলেন টেনিস তারকার বিরুদ্ধে। গত বছর কোর্ট তেমনই একটি মামলার রায় দেয়। যেখানে কাউকে দোষী হিসাবে পাওয়া যায়নি।

Advertisement

২০২০ সালে জ়েরেভের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ করেছিলেন ব্রেন্ডা। তাঁদের এক মেয়েও আছে। ব্রেন্ডার আগে অলিয়ার সঙ্গে সম্পর্ক ছিল জ়েরেভের। তিনিও একই অভিযোগ করেছিলেন। অলিয়ার অভিযোগ ছিল জ়েরেভ তাঁকে একটি এটিপি ট্যুর চলাকালীন ঘুষি মেরেছিলেন। তাঁর মুখের উপর বালিশ চাপা দিয়েছিলেন। যদিও কোনও ঘটনাই প্রমাণ করা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement