French Open 2025

স্ট্রেট সেটে জিতে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ, ৩ ঘণ্টার লড়াইয়ে হারালেন বিশ্বের ৭৩ নম্বরকে

ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে স্ট্রেট সেটে জিতলেন নোভাক জোকোভিচ। ফ্রান্সের কোরেন্তিন মৌতেতকে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছোলেন ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ০০:৪২
Share:

ফরাসি ওপেনে দ্বিতীয় রাউন্ডে জয়ের পথে নোভাক জোকোভিচ। ছবি: রয়টার্স।

ফরাসি ওপেনে জয়ের ধারা অব্যাহত নোভাক জোকোভিচের। প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডও সহজে জিতে নিলেন তিনি। স্ট্রেট সেটে হারালেন ফ্রান্সের কোরেন্তিন মৌতেতকে (৬-৩, ৬-২, ৭-৬)। দুটো ম্যাচে একটাও সেট হারেননি নোভাক। বোঝা যাচ্ছে, ছন্দে রয়েছেন তিনি।

Advertisement

এর আগে কোরেন্তিনের বিরুদ্ধে দু’বার খেলেছিলেন জোকোভিচ। ২০১৯ সালে এটিপি মাস্টার্স প্যারিসের রাউন্ড অফ ৩২ ও ২০২৪ সালে এটিপি মাস্টার্স রোমের রাউন্ড অফ ৬৪-তে মুখোমুখি হয়েছিলেন তাঁরা। সেই দুটো ম্যাচও স্ট্রেট সেটে জিতেছিলেন জোকোভিচ। এই প্রথম গ্র্যান্ড স্ল্যামে মুখোমুখি হলেন তাঁরা। তাতে অবশ্য খেলার ফল বদলাল না। সেই স্ট্রেট সেটেই জিতলেন জোকোভিচ।

২৬ বছরের কোরেন্তিন বাঁহাতি খেলোয়াড়। র‌্যাকেট স্পোর্টসে সাধারণত বাঁহাতি খেলোয়াড়েরা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। ডানহাতি খেলোয়াড়দের বিরুদ্ধে অ্যাঙ্গল (কোর্টের কোণ) ভাল ব্যবহার করতে পারেন তাঁরা। কিন্তু প্রতিপক্ষ যদি হন জোকোভিচ, তা হলে সেই সুবিধা বিশেষ কাজে লাগানো যায় না। সেটাই হল। প্রথম সেট থেকে পর পর পয়েন্ট তুললেন জোকোভিচ। কোরেন্তিনকে সমস্যায় ফেলল তাঁর দ্বিতীয় সার্ভিস। তৃতীয় সেটে একটু লড়াই করেছিলেন কোরেন্তিন। খেলা নিয়ে গিয়েছিলেন টাইব্রেকারে। কিন্তু সেখানেও হারতে হয় তাঁকে।

Advertisement

গোটা ম্যাচে ১৪ বার কোরেন্তিনের সার্ভিস ভাঙার সুযোগ পান জোকোভিচ। পাঁচ বার ভাঙেন তিনি। অন্য দিকে জোকোভিচের সার্ভিস মাত্র দু’বার ভাঙতে পেরেছেন কোরেন্তিন। নিজের থেকে ১২ বছরের ছোট প্রতিপক্ষকে দৌড় করিয়ে হাঁপ ধরিয়ে দিলেন জোকোভিচ। বোঝা গেল, ৩৮ বছর বয়সেও ফিটনেসে সমস্যা হচ্ছে না ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিকের।

গত বছর প্যারিস অলিম্পিক্সে সোনা জেতার পর থেকে কোনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি জোকোভিচ। তবে ফরাসি ওপেনে নামার আগেই নিজের ১০০তম এটিপি ট্রফি জিতেছেন। ফলে আত্মবিশ্বাস অনেটকাই বেশি তাঁর। সেই আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে চলেছেন সার্বিয়ার টেনিস তারকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement