Sports News

এক সময়ে গাড়ির ইএমআই দেওয়ারও সামর্থ্য ছিল না এই ক্রিকেটারের!

আইপিএলে সুযোগ পাওয়ার আগের মুহূর্তগুলোকেও ভুলতে পারেননি তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৩
Share:

হার্দিক পাণ্ড্য।

গাড়ির ইএমআই দেওয়ার সামর্থ্য ছিল না। হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে এক প্রকার বাধ্য হয়েই গাড়িটিকে লুকিয়ে রেখেছিলেন।

Advertisement

এমন অকপট স্বীকারোক্তি যার মুখ থেকে বেরিয়ে এল তিনি আর কেউ নন, ভারতীয় ক্রিকেটের অন্যতম স্টার খেলোয়াড় হার্দিক পাণ্ড্য। এক সাক্ষাত্কারে হার্দিক এ কথা জানান।

২০১৫-য় মুম্বই ইন্ডিয়ান্স-এর হয়ে আইপিএলে খেলার সুযোগ পান হার্দিক। আর সেই ঘটনাই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

Advertisement

আরও পড়ুন: প্রতিপক্ষ নয় আসল পরিবেশ, মত বিরাটদের

কিন্তু আইপিএলে সুযোগ পাওয়ার আগের মুহূর্তগুলোকেও ভুলতে পারেননি তিনি। কী ভাবে পরিবারের এক একটা দিন গুজরান হয়েছে সেটা শেয়ার করেছেন হার্দিক।

ক্রিকেটে প্রতিষ্ঠা পাওয়ার আগে তিন বছর ধরে লড়াই করতে হয়। সংসার চালিয়ে ৫-১০ টাকা বাঁচিয়ে রাখার মতো অবস্থাও ছিল না তখন, জানান হার্দিক। সেই সময়ে দুই ভাই মিলে খেলে যা উপার্জন করেছিলেন তা সংসার খরচেই লেগে যেত। হার্দিক বলেন, “দু’বছর ধরে গাড়ির ইএমআই দিতে পারিনি। হাতছাড়া যাতে না হয়, সে কারণে গাড়িটিকে লুকিয়ে রেখেছিলাম।”

আরও পড়ুন: বোলারদের নিয়ে কড়া অনুশীলন মনোজের

২০১৫-য় আইপিএলে সুযোগ পাওয়াটা তাঁর জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল বলে জানিয়েছেন হার্দিক। ওই বছরেই মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল জেতে। ৫০ লক্ষ টাকার চেক পান হার্দিক। আর সেই টাকা দিয়ে পুরনো গাড়ির ইএমআই শোধ করে একটা নতুন গাড়িও কেনেন বলে জানান ভারতের এই অলরাউন্ডার। বলেন, “ভাবতে অবাক লাগে, আইপিএল-এ সুযোগ পাওয়ার তিন মাস আগে পর্যন্ত আর্থিক অনটনের মধ্যে ছিলাম। আর ঠিক তিন মাসে পরেই ছবিটা একেবারে বদলে গিয়েছিল। হাতে এসেছিল ৫০-৬০ লক্ষ টাকা!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন