Sports News

স্পিনারদের বিরুদ্ধে এটাই আমার সেরা ইনিংস: রাহানে

এই সিরিজে ভারতের সব থেকে শক্তিশালী জায়গা স্পিনারদের খেলা। বিশেষ করে রঙ্গনা হেরাথকে। রাহানে জানান, হোম টিমের স্পিনারদের কাউন্টার অ্যাটাক করাটাই ছিল আমাদের গেম প্ল্যানের অংশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ২৩:০১
Share:

সেঞ্চুরির পর অজিঙ্ক রাহানে। ছবি: এএফপি।

দুরন্ত শত রান। দ্বিতীয় যখন থামলেন তখন ভারত চালকের আসনে। আর নিজের সেই ইনিংসকে নিজেই ব্যাখ্যা করলেন অজিঙ্ক রাহানে। বললেন স্পিনারদের বিরুদ্ধে এটাই তাঁর সেরা ইনিংস। স্পিনিং ট্র্যাকে স্পিনারদেরই ব্যাট হাতে চালিয়ে খেলাটা সহজ ছিল না। চেতেশ্বর পূজারার সঙ্গে ২১৭ রানের পার্টনারশিপ চতুর্থ উইকেটে। রাহানে বলেন, ‘‘স্পিনারদের বিরুদ্ধে সেরা ইনিংসগুলোর মধ্যে এটি একটি। আমার লক্ষ্যই ছিল চাপে রাখা। উইকেটের চরিত্র জেনেই ব্যাট করতে নেমেছিলাম। আমার আর পূজারার মধ্যে যে যোগাযোগ ছিল তেমনটা আগে কখনও হয়নি। যে কারণে প্রতিপক্ষের উপর চাপ বেড়ে গিয়েছিল। ম্যাচ যত এগোবে এই পিচে ব্যাট করা কঠিন হবে।’’

Advertisement

আরও খবর

রানের পাহাড়ের সামনে অশ্বিন দাপটে শুরুতেই চাপে শ্রীলঙ্কা

Advertisement

চোট, সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার প্রদীপ

এই সিরিজে ভারতের সব থেকে শক্তিশালী জায়গা স্পিনারদের খেলা। বিশেষ করে রঙ্গনা হেরাথকে। রাহানে জানান, হোম টিমের স্পিনারদের কাউন্টার অ্যাটাক করাটাই ছিল আমাদের গেম প্ল্যানের অংশ। রাহানে বলেন, ‘‘শেষবার যখন এখানে খেলেছিলাম বিশেষ করে গল টেস্টের পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, হেরাথের বিরুদ্ধে ফুট ওয়ার্কটা জরুরি। যে কারণে হেরাথ ও অন্যান্য স্পিনারদের বিরুদ্ধে সেই ফুট ওয়ার্ককেই কাজে লাগিয়েছি।’’ মন্থর আর ড্রাই উইকেটে রান তুলতে হলে ফুট ওয়ার্ক খুব জরুরি। বাউন্সও বদলায়। কোনও কোনও বল বাউন্স করছে আবার কোনও বল নিচু হয়ে আসছে। রাহানের মতে, এই উইকেট ব্যাটসম্যানদের জন্য সহজ নয়। তিনি বলেন, ‘‘আগামী কাল বোলারদের আসল পরীক্ষা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন