এ বারেই কিন্তু শেষ সুযোগ, বার্তা অরুণের

দলের ক্রিকেটারদের উদ্দেশে অরুণ লাল জানিয়েছেন, কোনও কারণ দেখিয়ে তাঁকে আর সন্তুষ্ট করা যাবে না। ব্যাটসম্যানদের যেমন রান করতেই হবে। বোলারদেরও তেমন উইকেট পেতেই হবে ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮ ০৪:৪০
Share:

আলোচনা: অরুণ লালের ক্লাসে বাংলার ক্রিকেটারেরা। নিজস্ব চিত্র

তামিলনাড়ুর বিরুদ্ধে দুর্দান্ত লড়ে ছ’পয়েন্ট বাংলার সার্বিক পারফরম্যান্সে যে তিনি সন্তুষ্ট, মেন্টর অরুণ লালের কথা শুনে তা মনে হচ্ছে না। তাই আসন্ন ম্যাচের জন্য দল বাছার দিনে তিনি সাফ বার্তা দিয়ে রাখলেন, ‘‘এটাই শেষ সুযোগ। হয় পারফর্ম করে দেখাও, না হলে দলের বাইরে যাও।’’

Advertisement

দলের ক্রিকেটারদের উদ্দেশে অরুণ লাল জানিয়েছেন, কোনও কারণ দেখিয়ে তাঁকে আর সন্তুষ্ট করা যাবে না। ব্যাটসম্যানদের যেমন রান করতেই হবে। বোলারদেরও তেমন উইকেট পেতেই হবে । ‘‘গত ম্যাচে আমরা কোনও রকমে জিতেছি। হেরে গেলেও কিছু বলার ছিল না। কোনও উন্নতিই দেখতে পাচ্ছি না। ছেলেদের বলে দিয়েছি, এটাই শেষ সুযোগ। পারফর্ম করো, না হলে এই দলে জায়গা হবে না,’’ বলে দিলেন অরুণ।

তামিলনাড়ুর বিরুদ্ধে জয়ের পরে ছ’দিনের বিশ্রামে ছিলেন বাংলার ক্রিকেটারেরা। শুক্রবার দুপুরে সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিল্ডিং ও বোলিং অনুশীলন করেন অশোক ডিন্ডা, ঋত্বিক চট্টোপাধ্যায়রা। কিন্তু তার আগে প্রায় এক ঘণ্টা মেন্টরের সঙ্গে ক্লাস করতে দেখা যায় বাংলার ক্রিকেটারদের। দলীয় সূত্রে খবর, সেখানেই প্রত্যেককে সতর্ক করেন বাংলার মেন্টর। তিনি জানিয়েছেন, যার যা দায়িত্ব রয়েছে, তাঁকে সেটা পালন করতেই হবে। অরুণের কথায়, ‘‘গত ম্যাচে ঋত্বিক পাঁচ উইকেট নিয়েছে, ও ব্যাট করে ম্যাচ জিতিয়েছে প্রদীপ্ত। কিন্তু ঋত্বিক যদি মনে করে, শুধু বোলিং করে দলে থাকবে, তা হলে খুব ভুল করবে। ওর কাজ রান করা। ওকে সেটা করতে হবে। কোনও অজুহাত শুনব না।’’

Advertisement

দলের ফিটনেস ও মানসিকতা নিয়েও সন্তুষ্ট নন মেন্টর। প্রাক্তন অধিনায়ক উৎপল চট্টোপাধ্যায়ের উদাহরণ দিয়ে ক্রিকেটারদের প্রেরণা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। বলছেন, ‘‘আমি কখনও ডেভিড (উৎপল)-কে খারাপ খেলতে দেখিনি। কখনও ওকে বল করেই মাঠ ছেড়ে বেরোতে দেখিনি। কিন্তু আমাদের দলে অনেকেই রয়েছে, দু’ওভার বল করেই ক্লান্ত হয়ে যায়। এগুলো আর চলবে না। রঞ্জি ট্রফি জিততে গেলে, এই স্বভাবগুলোও ত্যাগ করতেই হবে।’’

অধিনায়ক মনোজ তিওয়ারিও জানিয়েছেন, এখনই সন্তুষ্ট হওয়ার কোনও কারণ নেই। মনোজ বলেন, ‘‘শেষ ম্যাচে আমরা জিতেছি ঠিকই, কিন্তু এটাই আমাদের সেরা পারফরম্যান্স নয়।’’ অধিনায়ক মনে করেন, হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামেও হয়তো ঘূর্ণি পিচই অপেক্ষা করছে তাঁদের জন্য। মনোজের কথায়, ‘‘ওরা ভাল করেই জানে, আমাদের পেস বিভাগ কতটা শক্তিশালী। তাই ঘূর্ণি পিচের জন্যই প্রস্তুতি নিয়ে যাচ্ছি।’’

হায়দরাবাদের বিরুদ্ধে বাংলার পরের ম্যাচ আগামী শুক্রবার থেকে। দলে শুধুমাত্র একটিই পরিবর্তন করা হয়েছে। পূরব জোশীর জায়গায় ফেরানো হয়েছে অভিমন্যু ঈশ্বরনকে। ভারত ‘এ’-র প্রতিনিধিত্ব করতে নিউজিল্যান্ড গিয়েছিলেন অভিমন্যু। তাই গত দু’ম্যাচে তাঁকে ছাড়াই খেলেছে বাংলা। হায়দরাবাদ যাওয়ার আগে শনিবার থেকে ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলে নিজেকে আরও তৈরি করে নিতে চান ঈশ্বরন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন