টবির পাঁচ উইকেটে চালক ইংল্যান্ড

ওভালে শততম টেস্টে এমনই ঘটছে। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় টেস্ট এটা। প্রথম দুই টেস্টের একটা করে জিতে নিয়েছে দুই দল। ইংল্যান্ডের ৩৫৩-র জবাবে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৭৫-এই অল আউট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ০৪:০৯
Share:

অভিষেক টেস্টেই পাঁচ উইকেট জোন্সের। ছবি: এএফপি

টেস্ট অভিষেকেই পাঁচ উইকেট। এমন অবশ্য নতুন নয়। এর আগে টেস্ট ক্রিকেটে কতবার যে এ রকম হয়েছে, তা গুনে শেষ করা যাবে না হয়তো। কিন্তু পাঁচ উইকেট নিয়ে দলকে শুরু থেকেই টেস্টে চালকের আসনে বসিয়ে দেওয়া, এমন ঘটনা সত্যিই উল্লেখযোগ্য। যা করে দেখালেন টবি রোলান্ড জোন্স। মিডলসেক্সের ২৯ বছর বয়সি নতুন পেস বোলার।

Advertisement

ওভালে শততম টেস্টে এমনই ঘটছে। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় টেস্ট এটা। প্রথম দুই টেস্টের একটা করে জিতে নিয়েছে দুই দল। কিন্তু এই টেস্টে যে এমন ভাবে কোণঠাসা হয়ে পড়বেন, তা বোধহয় ভাবতেই পারেননি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। শনিবার চায়ের বিরতির পরই এমন বৃষ্টি নামে যে, ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ৭৪-১-এই থেমে যেতে হয়। ২৫২ রানের লিড তাদের। ইংল্যান্ডের ৩৫৩-র জবাবে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৭৫-এই অল আউট। টবি রোলান্ড জোন্স একাই পাঁচ উইকেট। তেম্বা বাভুমার আট নম্বর টেস্ট হাফ সেঞ্চুরির ফলে অবশ্য দক্ষিণ আফ্রিকা ফলো অন বাঁচিয়ে নেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement