আজ হয়তো যুবরাজ ফিরছেন বাইশ গজে

বিশ্বকাপে ছিটকে গিয়েছিলেন। আবার আইপিএলে ফিরে আসার মুখে দাঁড়িয়ে যুবরাজ সিংহ। কাল গুজরাত লায়ন্সের বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০১৬ ০৩:২৬
Share:

বিশ্বকাপে ছিটকে গিয়েছিলেন। আবার আইপিএলে ফিরে আসার মুখে দাঁড়িয়ে যুবরাজ সিংহ। কাল গুজরাত লায়ন্সের বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে তাঁকে। সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার সে রকমই ইঙ্গিত দিয়েছেন।

Advertisement

সানরাইজার্স দলের মিডল অর্ডারে থাকা ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ইয়ন মর্গ্যান খুশি তাঁর দলের ফর্ম নিয়ে। একই সঙ্গে তিনি মনে করেন, আইপিএলে এখন থেকে ইংরেজ ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়বে।

সানরাইজার্স হায়দরাবাদের ইংরেজ ব্যাটসম্যানের বক্তব্য, ‘‘আমার মনে হয় ভবিষ্যতে আরও বেশি ইংরেজ ক্রিকেটারদের আইপিএলে খেলতে দেখা যাবে। লক্ষ্য করে দেখবেন, ক্রমশ সংখ্যাটা কিন্তু বাড়ছে। শুধু আইপিএলে নয়, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও আমাদের দেশের আরও ক্রিকেটার অংশ নেবে। আর আমাদের দেশেও এই ধাঁচের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হবে বলে আমার বিশ্বাস।’’

Advertisement

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্সের পর এ বার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে নামছেন মর্গ্যান। আইপিএলে খেলার এই অভিজ্ঞতা নিয়ে মর্গ্যান বলেন, ‘‘প্রতি বছরই আলাদা আলাদা অভিজ্ঞতা হয়েছে। শুরুতে আমার ক্রিকেট নেশা আর ভারতে ক্রিকেটের সংস্কৃতিটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। পরে বিদেশি হিসেবে চাপের মুখে ভাল খেলাটা আমার কাছে বড় ব্যাপার হয়ে ওঠে।’’

নিজের পারফরম্যান্স নিয়ে ইংল্যান্ড ক্যাপ্টেন বলেন, ‘‘সীমিত ওভারের ক্রিকেট অনবরত খেলতে খেলতে এই ফর্ম্যাটের ক্রিকেটের মাইন্ড সেটটা এখন অনেক বদলে গিয়েছে। তাতে উপকারই হয়েছে। এই যে টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমি ভালই পারফরম্যান্স দেখাতে পেরেছি, সেটাও এই কারণেই। এর জন্য আইপিএল-কেও কৃতিত্ব দিতে হবে।’’

আজ আইপিএলে
সানরাইজার্স হায়দরাবাদ :গুজরাত লায়ন্স
(হায়দরাবাদ, রাত ৮-০০)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন