News Of The Day

মহিলাদের বিশ্বকাপ ফাইনাল: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। মহাকাশে পাড়ি ইসরোর উপগ্রহের। আর কী নজরে

আজ মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা। দুই দলই ইতিহাসের সামনে দাঁড়িয়ে। কারণ, যারাই জিতুক এই প্রথম মহিলাদের এক দিনের ক্রিকেটে বিশ্বজয়ের স্বাদ পাবেন। আজ নতুন বিশ্বচ্যাম্পিয়ন পাবে মহিলাদের ক্রিকেট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ০৮:০০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা। দুই দলই ইতিহাসের সামনে দাঁড়িয়ে। কারণ, যারাই জিতুক এই প্রথম মহিলাদের এক দিনের ক্রিকেটে বিশ্বজয়ের স্বাদ পাবেন। আজ নতুন বিশ্বচ্যাম্পিয়ন পাবে মহিলাদের ক্রিকেট। ভারতীয় শিবিরে আলোচনার কেন্দ্রে জেমাইমা রদ্রিগেজ়। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলে তিনি দলকে ফাইনালে তুলেছেন। তাঁর এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের ৮৯ রানের সুবাদে ভারত ৯ বল বাকি থাকতে ৩৩৯ রানের বিশাল লক্ষ্যে পৌঁছতে পেরেছে। পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকাও। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১৬৯ রান করে দলকে জিতিয়েছেন অধিনায়ক লরা উলভার্ট। বিশ্বকাপের প্রথম ম্যাচে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই ৬৯ রানে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস। আজ কাদের হাত ধরে ইতিহাস রচনা হবে মহিলাদের ক্রিকেটে? হরমনপ্রীত না উলভার্ট, কার হাতে উঠবে ট্রফি? ফাইনাল শুরু বিকেল ৩টেয়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

যোগাযোগের জন্য উপগ্রহ উৎক্ষেপণ করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আজ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে ৪,৪১০ কেজির উপগ্রহ সিএমএস-০৩। এর আগে এত ওজনের উপগ্রহ মহাকাশে পাঠায়নি ইসরো। ইসরোর তরফে জানানো হয়েছে, ভারতের মাটি থেকে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট (জিটিও)-তে প্রতিস্থাপন করা হবে উপগ্রহটিকে। এলভিএম৩-এম৫ রকেটে করে মহাকাশে পাড়ি দেবে সে। চার হাজার কেজিরও বেশি ওজনের উপগ্রহকে উৎক্ষেপণ করবে বলে এই রকেটকে ‘বাহুবলী’ নাম দিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।

Advertisement

বিধানসভা ভোটের প্রচারে আজ বিহারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিহারের পটনায় একটি ‘রোড শো’ করবেন তিনি। পটনাসাহিব, মোকামা, বক্তিয়ারপুর, বাঁকিপুর-সহ বিহারের ১৪টি বিধানসভা আসনের এনডিএ প্রার্থীদের হয়ে আজ প্রচারে নামছেন তিনি। মোকামার সাম্প্রতিক গোলমাল এবং প্রশান্ত কিশোরের দলের এক সমর্থকের মৃত্যু ঘিরে অভিযোগ উঠেছে জেডিইউয়ের দিকে। এ অবস্থায় প্রধানমন্ত্রী পটনা থেকে কী বার্তা দেন, সে দিকে নজর থাকবে আজ।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট অংশ আরও দুর্বল হয়েছে। তার প্রভাবে আজও কলকাতা-সহ গোটা রাজ্যেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী দু’-তিন দিনে উত্তর থেকে দক্ষিণে কমতে পারে রাতের তাপমাত্রা। জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না। সতর্কতা জারি করার মতো পরিস্থিতিও তৈরি হয়নি। আগামী দুই থেকে তিন দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

হরমনপ্রীত কৌর-জেমাইমা রদ্রিগেজ়রা যখন বিশ্বজয়ের লড়াইয়ে নামবেন, আজ তার কিছুক্ষণ আগে নামবেন সূর্যকুমার যাদব-শুভমন গিলেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের আজ তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে হেরেছে ভারত। তারা ০-১ ফলে পিছিয়ে। আজ কি সমতা ফেরাতে পারবে ভারত? হোবার্টে খেলা শুরু দুপুর ১:৪৫ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement