গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
বিশ্বকাপ জেতার পর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম মাঠে নামবেন জেমাইমা রদ্রিগেজ়। শতরান করে যে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়েছিলেন তিনি, সেই দেশেই এ বার খেলবেন জেমাইমা। অস্ট্রেলিয়ায় মেয়েদের বিগ ব্যাশ লিগে তিনি ব্রিসবেন হিট দলে রয়েছেন। আজই ব্রিসবেনের ম্যাচ রয়েছে মেলবোর্ন রেনেগে়ডসের বিরুদ্ধে। খেলা শুরু সকাল ৮:১০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় হারার পর টি-টোয়েন্টি সিরিজ় জিতল ভারত। শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় দল তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে হেরেছিল ১-২ ফলে। সূর্যকুমার যাদবের ভারত টি-টোয়েন্টি সিরিজ়ে অস্ট্রেলিয়াকে হারাল ২-১ ফলে। শনিবার শেষ টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ভারত সিরিজ় জিতে যায়। সাদা বলের ক্রিকেট আপাতত নেই। এর পর ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে টেস্ট খেলতে নামবে ১৪ নভেম্বর থেকে। ভারতীয় দলের সব খবর।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, শীতের আমেজ আরও বাড়বে। রাজ্যে আরও কিছুটা নামতে পারে পারদ। আগামী দু’-তিন দিনে আরও তিন-চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। আগামী তিন থেকে চার দিনে অন্তত চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন শীতের আমেজ মিলবে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৫-১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে।
রঞ্জি ট্রফিতে বিপদে পড়া বাংলাকে টেনে তুললেন অনুষ্টুপ মজুমদার। তাঁর অপরাজিত শতরানে রেলের বিরুদ্ধে প্রথম দিনের শেষে বাংলা ৫ উইকেটে ২৭৩ রান তুলেছে। শাহবাজ আহমেদ ৮৬ রান করেছেন। অনুষ্টুপের সঙ্গে উইকেটে সুমন্ত গুপ্ত। আজ দ্বিতীয় দিনের খেলা। সকাল ৯:৩০ থেকে খেলা শুরু।
আজ উত্তরাখণ্ডের দেহরাদূনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০০০ সালের নভেম্বর মাসে উত্তরাখণ্ড রাজ্য গঠিত হয়। আজ উত্তরাখণ্ড গঠনের ২৫ তম বর্ষপূর্তি। সেই উপলক্ষে দেহরাদূনে বিশেষ কর্মসূচিতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী। বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।