Today’s Sports Events

জামশেদপুর ম্যাচের জন্য কী ভাবে তৈরি হচ্ছে বাগান? থাকছে অস্ট্রেলিয়ান ওপেন, আর কী কী

আইএসএলে কাল মোহনবাগানের খেলা। অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ জামশেদপুর। কী ভাবে তৈরি হচ্ছে বাগান? অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডে নামবেন সিনার, সিয়নটেক। রয়েছে আইএসএল, বিজয় হজারে ট্রফি এবং ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ০৬:২৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আইএসএলে কাল মোহনবাগানের ম্যাচ। ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে হারানোর পর এই প্রথম নামছে সহুজ-মেরুন। অ্যাওয়ে ম্যাচে তাদের সামনে জামশেদপুর। কী ভাবে তৈরি হচ্ছে বাগান? অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডের খেলা। নামবেন সিনার, সিয়নটেক। রয়েছে আইএসএল, বিজয় হজারে ট্রফি এবং ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা।

Advertisement

ডার্বির পর মোহনবাগান কী ভাবে তৈরি হচ্ছে? সব খবর

আইএসএলে কাল খেলবে মোহনবাগান। ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে হারানোর পর এই প্রথম নামছে মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে তাদের সামনে জামশেদপুর। কী ভাবে তৈরি হচ্ছে সবুজ-মেরুন? সব খবর।

Advertisement

অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষ বাছাই সিনারের ম্যাচ, খেলা রয়েছে সিয়নটেক, রিবাকিনারও

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

অস্ট্রেলিয়ান ওপেনে আজ দ্বিতীয় রাউন্ড শেষ হবে। লড়াই শীর্ষ বাছাই ইটালির জানিক সিনারের। তাঁকে খেলতে হবে অবাছাই ট্রিস্টান স্কুলকেটের সঙ্গে। খেলবেন চতুর্থ বাছাই টেলর ফ্রিৎজ়ও। মহিলাদের সিঙ্গলসে খেলবেন দ্বিতীয় বাছাই ইগা সিয়নটেক, ষষ্ঠ বাছাই এলিনা রিবাকিনা। শিয়নটেকের খেলা রেবেকা স্রামকোভার সঙ্গে। রিবাকিনাকে খেলতে হবে ইভা জোভিচের সঙ্গে। খেলা শুরু ভোর ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আইএসএলে একটিই ম্যাচ, লড়াই পঞ্জাব বনাম মুম্বইয়ের

আজ আইএসএলে লড়াই পঞ্জাব বনাম মুম্বই। ১৫ ম্যাচে ২৩ পয়েন্টে রয়েছে মুম্বই। তারা এই ম্যাচ জিতলে ২৬ পয়েন্টে পৌঁছে যাবে। পয়েন্টের বিচারে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা গোয়া, বেঙ্গালুরু ও জামশেদপুরের থেকে তারা মাত্র ১ পয়েন্ট পিছনে থাকবে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

বিজয় হজারে ট্রফির সেমিফাইনাল, মুখোমুখি বিদর্ভ এবং মহারাষ্ট্র

বিজয় হজারে ট্রফিতে আজ দ্বিতীয় সেমিফাইনাল। ভারতের ঘরোয়া এক দিনের ক্রিকেট প্রতিযোগিতায় শেষ চারে মুখোমুখি বিদর্ভ ও মহারাষ্ট্র। খেলা শুরু দুপুর ১:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।

ইংলিশ প্রিমিয়ার লিগে জোড়া ম্যাচ, খেলবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ জোড়া ম্যাচ। খেলবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তাদের খেলতে হবে সাদাম্পটনের সঙ্গে। খেলা রাত ১:৩০ থেকে। তার আগে রাত ১টা থেকে রয়েছে ইপসউইচ টাউন বনাম ব্রাইটন খেলা। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement