Today’s Sports Events

রোহিত কি বিশ্রামে? ভারতীয় দলের খবর, আবার চমকের লক্ষ্যে আফগানিস্তান, আর কী কী?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্রাম নিতে পারেন রোহিত। রবিবারের ম্যাচের আগে ভারতীয় শিবিরের সব খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার চমকের লক্ষ্যে নামছে আফগানিস্তান। বিপক্ষে অস্ট্রেলিয়া। আইএসএলে রয়েছে মহমেডানের ম্যাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্রাম নিতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। সেমিফাইনালের আগে তাঁর চোট নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় দল। রবিবারের ম্যাচের আগে ভারতীয় শিবিরের সব খবর।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার চমক দেওয়ার লক্ষ্যে নামছে আফগানিস্তান। ইংল্যান্ডের ছুটি করে দিয়েছেন আফগানেরা। সেমিফাইনালে উঠতে গেলে এ বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে আফগানিস্তানকে। আইএসএলে রয়েছে মহমেডানের ম্যাচ। বিপক্ষে ওড়িশা। রয়েছে রঞ্জি ট্রফির ফাইনালও।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্রামে রোহিত? ভারতীয় দলের খবর

Advertisement

পরশু চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে বিশ্রাম নিতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সামান্য চোট রয়েছে। সেমিফাইনালের আগে তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় দল। রবিবারের ম্যাচের আগে ভারতীয় শিবিরের সব খবর।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বি গ্রুপে জোর লড়াই, অস্ট্রেলিয়াকে হারিয়ে আবার চমক দেওয়ার লক্ষ্যে আফগানিস্তান

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ বি গ্রুপে আবার রয়েছে আফগানিস্তানের ম্যাচ। ইংল্যান্ডের ছুটি করে দিয়েছেন আফগানেরা। সেমিফাইনালে উঠতে গেলে এ বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে আফগানিস্তানকে। খেলা শুরু দুপুর ২:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ওড়িশাকে হারিয়ে ইস্টবেঙ্গলের সুবিধা করে দেবে মহমেডান?

আইএসএলে আজ মহমেডানের ম্যাচ। বিপক্ষে ওড়িশা। পয়েন্ট তালিকায় সবার নীচে থাকা মহমেডান এই ম্যাচে জিতলে সুবিধা হবে ইস্টবেঙ্গলের। কারণ সুপার ছয়ে ওঠার লড়াইয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে টক্কর দিচ্ছে ওড়িশা। তাদের ২২ ম্যাচে ২৯ পয়েন্ট। ইস্টবেঙ্গলের সমসংখ্যাক ম্যাচে ২৭ পয়েন্ট। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

রঞ্জি ফাইনালে মুখোমুখি বিদর্ভ ও কেরল, তৃতীয় দিনের খেলা

রঞ্জি ট্রফির ফাইনালে আজ তৃতীয় দিনের খেলা। লড়াইয়ে গত বারের চ্যাম্পিয়ন বিদর্ভ এবং এই বারই প্রথম ফাইনালে ওঠা কেরল। প্রথমে ব্যাট করে বড় রান করেছে বিদর্ভ। এ বার কেরলের জবাব দেওয়ার পালা। আজ খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement