—ফাইল চিত্র।
১৩ বছর পর রঞ্জি ট্রফিতে খেলবেন বিরাট কোহলি। তাঁর দিল্লি মুখোমুখি রেলের। এই ম্যাচে কি রানে ফিরতে পারবেন তিনি? রঞ্জিতে রয়েছে বাংলা-সহ অন্য দলের ম্যাচও।
শুক্রবার ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। তৃতীয় ম্যাচে হারতে হয়েছে ভারতকে। শুক্রের ম্যাচের আগে সূর্যকুমার যাদবের দলের সব খবর। থাকছে ইস্টবেঙ্গলের খবর, আইএসএলের ম্যাচ, অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা টেস্ট।
১৩ বছর পর রঞ্জি খেলবেন কোহলি, দিল্লি ম্যাচের খবর
আজ থেকে শুরু হচ্ছে দিল্লির রঞ্জি ম্যাচ। চার দিনের এই ম্যাচে খেলবেন বিরাট কোহলি। দীর্ঘ ১৩ বছর পর আবার রঞ্জি খেলবেন তিনি। খেলা দিল্লিতে। বিপক্ষে রেল। খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে ভারত, পরের ম্যাচে দলে কি পরিবর্তন হবে?
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
মঙ্গলবার ইংল্যান্ডের কাছে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হেরে গিয়েছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজ়ে এখন ভারত ২-১ ফলে এগিয়ে। কাল চতুর্থ ম্যাচ। সিরিজ় জিতে নেওয়ার সুযোগ সূর্যকুমার যাদবের দলের সামনে। কী ভাবে তৈরি হচ্ছে ভারত? দলে কি কোনও বদল হবে? থাকছে ভারতীয় দলের সব খবর।
মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে কী ভাবে তৈরি হচ্ছে ইস্টবেঙ্গল?
শুক্রবার মুম্বইয়ের বিরুদ্ধে আইএসএলের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। খেলা মুম্বইয়ে। পর পর তিন ম্যাচ হারার পর শেষ ম্যাচে জিতেছে লাল-হলুদ। কাল জিতলে এক ধাপ উপরে উঠে দশম স্থানে চলে আসতে পারবে তারা। ম্যাচের আগে কী বলছেন কোচ অস্কার ব্রুজ়ো?
বাংলার রঞ্জি ট্রফির ম্যাচ, ইডেনে অনুষ্টুপদের প্রতিপক্ষ পঞ্জাব
রঞ্জি ট্রফিতে আজ রয়েছে বাংলার খেলা। গ্রুপ পর্বে এটিই বাংলার শেষ ম্যাচ। গ্রুপের যা পরিস্থিতি, তাতে নক-আউট পর্বে বাংলার যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সে ক্ষেত্রে এই ম্যাচের পরেই বাংলার রঞ্জি মরসুম শেষ হয়ে যাবে। ইডেনে খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপেও।
আইএসএলে চেন্নাইয়িন বনাম কেরালা ম্যাচ
আইএসএলে আজ রয়েছে চেন্নাইয়িন এফসি ও কেরালা ব্লাস্টার্সের খেলা। লিগ জয়ের দৌড়ে নেই কোনও দলই। তবে রয়েছে প্রথম ছয়ে থাকার লড়াইয়ে। চেন্নাইয়িনের ১৮ ম্যাচে ১৮ পয়ন্ট। সমসংখ্যক ম্যাচে কেরালার পয়েন্ট ২১। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা
শুরু হয়েছে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট। দুই টেস্টের সিরিজ়। প্রথম দিনই বড় রানের পথে অস্ট্রেলিয়া। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল ১০টা থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।