Sports News

ভারতের বিরুদ্ধে খেলা হচ্ছে না টড অ্যাশলের

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হবে ২২ অক্টোবর থেকে। প্রথম ম্যাচ মুম্বইয়ে। ২৫ অক্টোবর দ্বিতীয় ম্যাচ পুণেতে ও ২৯ অক্টোবর কানপুরে। 

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৭ ১৮:৪৯
Share:

অনুুশীলন ম্যাচে নিউজিল্যান্ড দল। ছবি: এএফপি।

ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ও টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের টড অ্যাশলে। মঙ্গলবার বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে প্রথম অনুশীলন ম্যাচেই চোট পেয়েছিলেন অ্যাশলে। মাত্র তিনটি বলই করতে পেরেছিলেন এই বোলার। কিন্তু গ্রোইনের চোটের জন্য ছিটকে যেতে হল পুরো সিরিজ থেকে। তাঁর জায়গায় ডেকে নেওয়া হল লেগ স্পিনার ইশ সোধীকে।

Advertisement

আরও পড়ুন

বিসিসিআই কিছুই জানাইনি: পিসিবি

Advertisement

ডেভিলিয়ার্সের যে ইনিংসগুলি চিরকাল মনে রাখবে ক্রিকেটপ্রেমীরা

তিন সপ্তাহ আপাতত মাঠের বাইরে থাকতে হবে টডকে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে প্রেস রিলিজ দিয়ে এই তথ্য দেওয়া হয়েছে। সোধী যদিও নিউজিল্যান্ডের টি২০ দলে ছিলেনই। তাঁকেই নিয়ে আসা হচ্ছে ওয়ান ডে দলেও। লুধিয়ানায় জন্ম সোধীর। কিন্তু খেলেন নিউজিল্যান্ডের হয়ে। জন্মের পরই চলে যেতে হয়েছিল সেখানে। তিনি এখনও পর্যন্ত ১৮টি ওডিআই খেলেছেন। দখলে রয়েছে ১৯টি উইকেট। ২০১৫তে জিম্বাবোয়ের বিরুদ্ধে অভিষেক হয়েছিল সোধীর। নিউজিল্যান্ড কোচ মাইক হেসন অবশ্য টডের না থাকায় হতাশ। তিনি বলেন, ‘‘টডের জন্য খুব খারাপ সময়। নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে দারুণ সফল টড। ও এই সুযোগটা ওর খেলা দিয়েই আদায় করে নিয়েছিল। ও দেশে ফিরে গিয়ে পরবর্তী সিরিজের জন্য নিজেকে সুস্থ করে তুলবে।’’

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হবে ২২ অক্টোবর থেকে। প্রথম ম্যাচ মুম্বইয়ে। ২৫ অক্টোবর দ্বিতীয় ম্যাচ পুণেতে ও ২৯ অক্টোবর কানপুরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন