টুইট-টক্কর

সচিন-সহবাগ জুটি মানেই বাউন্ডারি, ওভার বাউন্ডারির ধুন্ধুমার, আরও এক বার প্রমাণ হল ইডেন টেস্টের শেষে। তবে এ বার বাইশ গজে নয়, কিংবদন্তি জুটি জমল সোশ্যাল মিডিয়ার পিচে।

Advertisement
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ০৪:৫৯
Share:

সচিন-সহবাগ জুটি মানেই বাউন্ডারি, ওভার বাউন্ডারির ধুন্ধুমার, আরও এক বার প্রমাণ হল ইডেন টেস্টের শেষে। তবে এ বার বাইশ গজে নয়, কিংবদন্তি জুটি জমল সোশ্যাল মিডিয়ার পিচে।

Advertisement

সিরিজ জিতে টেস্ট ক্রিকেটের সিংহাসনে বসা বিরাট কোহালিদের পিঠ চাপড়ে দিয়ে মঙ্গলবার টুইট করেছিলেন সচিন তেন্ডুলকর। যা পড়ে বীরেন্দ্র সহবাগ তাঁর মতো ধারাভাষ্যকারদেরও একটু তারিফ করার আর্জি জানান ‘গড জি’-কে। যা নিয়ে দু’জনের টুইট, পাল্টা টুইটের যুগলবন্দিতে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার গ্যালারি জুড়ে মেক্সিকান ওয়েভ।

Advertisement

টুইটে টক্কর চলল যে ভাবে:

‘‘চোখ ধাঁধানো জয় টিম ইন্ডিয়ার। আর টেস্ট ক্রিকেটে এক নম্বর জায়গাটা ফিরে পাওয়ায় অসংখ্য অভিনন্দন!!’’ সচিন তেন্ডুলকর

‘‘ও গড জি, কখনও সখনও ধারাভাষ্যকারদেরও উৎসাহ দিন। আমরাও একটু অনুপ্রেরণা পাব।’’ বীরেন্দ্র সহবাগ

‘‘জিও মেরে লালা...তথাস্তু!!!’’’ সচিন তেন্ডুলকর

‘‘আশীর্বাদ দেওয়া সময়েও গড জি নিজের আইপিএল টিম মালিকের ব্র্যান্ডের নামটা উল্লেখ করতে ভোলেন না। সত্যিই, দুনিয়া কাঁপিয়ে দেন আপনি গড জি।’’ বীরেন্দ্র সহবাগ

‘‘সেটা তো নিজের নিজের মানসিকতার ব্যাপার। তোমার মানসিকতা আলাদা, আমার বানান আলাদা...’’ সচিন তেন্ডুলকর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement