গোলাপি বলের প্রচারে আজ শহরে দুই তারকা

দু’দিন পরেই গোলাপি বলে ক্রিকেট। তাই গোলাপি সাজে সেজে উঠল ইডেনের ক্লাব হাউস। সন্ধ্যায় ক্লাব হাউসের সামনে গেলেই দেখা যাচ্ছে এই গোলাপি আলোর সাজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০১৬ ১০:২৭
Share:

দু’দিন পরেই গোলাপি বলে ক্রিকেট। তাই গোলাপি সাজে সেজে উঠল ইডেনের ক্লাব হাউস। সন্ধ্যায় ক্লাব হাউসের সামনে গেলেই দেখা যাচ্ছে এই গোলাপি আলোর সাজ।

Advertisement

শনিবার থেকে ভারতের বুকে প্রথম গোলাপি বলে ক্রিকেট যে ইডেনে, সেই উপলক্ষেই এই গোলাপি সজ্জা। আর গোলাপি বলের মহিমা প্রচারে বৃহস্পতিবারই শহরে এসে পড়ছেন দুই আন্তর্জাতিক তারকা ডিন জোন্স ও ভিভিএস লক্ষ্মণ। সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় তো থাকবেনই। বৃহস্পতিবার দুপুরে এঁরা বসবেন এক টক শোয়ে, যেখানে ক্রিকেটের এই অভিনব সংস্করণের ভাল-মন্দ নিয়েই হবে আলোচনা।

শনিবার মাঠে গোলাপি বল পড়ার আগেই অবশ্য তার বিরুদ্ধে ব্যাট করতে নেমে পড়বেন লক্ষ্মণ, জোন্স, সৌরভরা। ইডেনের ইন্ডোরে তাঁদের এই গোলাপি বলের মিনিয়েচর ক্রিকেট ক্যামেরাবন্দি করে রাখবে স্টার স্পোর্টস এবং তা দেখানোও হবে তাদের সম্প্রচারে।

Advertisement

এসবের মধ্যেই আবার এ দিন বিকেলে বাংলার রঞ্জি প্রস্তুতি নিয়ে সৌরভ বৈঠক সেরে নিলেন কোচ সাইরাজ বাহুতুলে, নির্বাচকদের প্রধান দেবাঙ্গ গাঁধী, ও প্রাক্তন কোচ অশোক মলহোত্রদের সঙ্গে। মলহোত্র এই বৈঠকে থাকায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এই মরসুমে তাঁকে কোনও দায়িত্ব দেওয়া হচ্ছে কি না। তিনি নিজে অবশ্য বললেন, ‘‘আমার কাছ থেকে কিছু জিনিস জানতে চাওয়া হয়েছিল, আমি সেগুলো বলেছি মাত্র। কোনও দায়িত্ব নেওয়ার কথা তো বলা হয়নি।’’

অন্য দিকে সুপার লিগের অন্যতম ফাইনালিস্ট ভবানীপুর ক্লাব (২৮৫-৫) এ দিন পি সেন ট্রফির প্রথম ম্যাচে জেলা একাদশকে (২১৮-৭) ৬৭ রানে হারাল। ভবানীপুরের অগ্নিভ পান ১১৩ নটআউট ও ঋত্বিক চট্টোপাধ্যায় ৯০ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন