বসিরহাটের মাঠে হারল মহমেডান

নিউ বাণী সঙ্ঘ আয়োজিত ফুটবল উৎসবের ফাইনালে এগিয়ে গিয়েও হেরে গেল কলকাতার মহমেডান স্পোর্টিং (অনূর্ধ্ব ১৯)।

Advertisement

নির্মল বসু

বসিরহাট শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০২:৪০
Share:

বল কাড়াকাড়ি: নিজস্ব চিত্র

নিউ বাণী সঙ্ঘ আয়োজিত ফুটবল উৎসবের ফাইনালে এগিয়ে গিয়েও হেরে গেল কলকাতার মহমেডান স্পোর্টিং (অনূর্ধ্ব ১৯)। টানটান উত্তেজনার ফাইনালে মহমেডানকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল দত্তপুকুরের এবিপি এন্টারপ্রাইজ।

Advertisement

শনিবাসরীয় দুপুরে ফাইনাল দেখতে আয়োজক নিউ বাণী সঙ্ঘের মাঠে উপচে পড়েছিল দর্শক। প্রথমার্ধের শুরুতে এগিয়ে যায় মহমেডান। কিন্তু সেই ‘লিড’ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কলকাতার দলটি। প্রথমার্ধেই সমতা ফেরায় এবিপি এন্টারপ্রাইজ। তার পর ওই অর্ধেই আরও একটি গোল করে তারা। দ্বিতীয়ার্ধে ১-২ গোলে পিছিয়ে শুরু করে ম্যাচে ফেরার চেষ্টা করে মহমেডান। ম্যাচে সমতাও ফেরায় তারা। কিন্তু খেলার শেষ লগ্নে দত্তপুকুরের দলটি জয়সূচক গোল করে চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে নেয়। এ দিন এবিপি এন্টারপ্রাইজের হয়ে তিনটি গোলই করেন মহম্মদ আমিরুল। এটি এই প্রতিযোগিতায় তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। তিনিই ফাইনালের সেরা এবং প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এ দিন মাঠে ছিলেন বসিরহাটের মহকুমাশাসক নীতেশ ঢালি, বসিরহাটের পুরপ্রধান তপন সরকার, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ রণজিৎ দাস, মোহনবাগানের ফুটবলার বলবন্ত সিংহ, বিক্রমজিৎ সিংহ, প্রাক্তন ফুটবলার জাহির আব্বাস প্রমুখ।

আয়োজক নিউ বাণী সঙ্ঘের কর্তা তথা বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাস জানান, বসিরহাটের কর্মকার পাড়ায় বাড়ি মেধাবী ছাত্র অমিত পালিত কিডনির সমস্যায় ভুগছেন। এ দিন তাঁর চিকিৎসার জন্য অমিতের বাবা অমল পালিতের হাতে ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়। ফাইনালের আগে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় বসিরহাটের পুরসভা একাদশ এবং বসিরহাট মহকুমা শাসক একাদশ। সেই খেলায় পুরসভা একাদশ ১-০ ব্যবধানে জয় পায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন