Sports News

অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

টস জিতে রবিবার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। ব্যাট হাতে শুরুতেই অধিনায়কচিত ব্যাটিং দেখালেন পৃথ্বী শ। মনজ্যোৎ কালরাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নেমেছিলেন পৃথ্বী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ১৫:০২
Share:

ম্যাচের সেরা ভারত অধিনায়ক পৃথ্বী শ। ছবি: আইসিসি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

Advertisement

ভারত ৩২৮/৭ (৫০ ওভার)

অস্ট্রেলিয়া ২২৮/১০ (৪২.৫/৫০ ওভার)

Advertisement

দারুণ ছন্দে রয়েছে ভারতীয় অনূর্দ্ব-১৯ দল। বিশ্বকাপের শুরুটাই দারুণভাবে করে দিল দ্রাবিড়ের ছেলেরা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়ে শুরু হয়ে গেল ভারতের ছোটদের বিশ্বকাপ যাত্রা।

টস জিতে রবিবার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। ব্যাট হাতে শুরুতেই অধিনায়কচিত ব্যাটিং দেখালেন পৃথ্বী শ। মনজ্যোৎ কালরাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নেমেছিলেন পৃথ্বী। ওপেনিং পার্টনার শিপে রান ১৮০। অল্পের জন্য হাতছাড়া করতে হল সেঞ্চুরি। সাদারল্যান্ডের বলে হোইতকে ক্যাচ দিয়ে যখন প্যাভেলিয়নে ফিরলেন পৃথ্বী তখন তাঁর নামের পাশে লেখা হয়ে গিয়েছে ৯৪ রান। পৃথ্বীর ১০০ বলে ৯৪ রানের ইনিংস সাজানো ছিল ৮টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে।

ততক্ষণে ভাল রানে পৌঁছে গিয়েছেন আরও এক ওপেনার মনজ্যোৎ। ৯৯ বলে তাঁর ৮৬ রানের ইনিংস সাজানো ছিল ১২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৬৩ রানেজ যোগ্য সঙ্গত শবমন গিলের। ৫৪ বলে ৬৩ রান করেন তিনি। প্রথম তিন ব্যাটসম্যানের পর যদিও আরও কারও ব্যাট থেকে বড় রান আসেনি। প্রায় পর পরই প্যাভেলিয়নে ফেরেন সকলে। নির্ধারিত ওভারে ভারত ৭ উইকেটে থামে ৩২৮ রানে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন জ্যাক এডওয়ার্ড।

আরও পড়ুন
হার্দিক ম্যাজিকে ম্যাচে ফিরল ভারত

বিরাট রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালই করেছিল অস্ট্রেলিয়া। বল হাতে সফল এডওয়ার্ডস ব্যাট হাতেও ভরসা দিলেন তিনিই। ওপেন করতে নেমে ৯০ বলে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। সঙ্গে ছিল ৬টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি। কিন্তু অনুকুল রায়ের বলে বোল্ড হয়ে এডওয়ার্ডস ফিরে যেতেই ধসে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। আর কেউই বড় রানের ইনিংস খেলতে পারেননি। এর পর সর্বোচ্চ ব্যাক্তিগত রান হোল্টের ৩৯।

ভারতীয় শিবিরে উইকেটের উচ্ছ্বাস।

মার্লো করেন ৩৮। কিন্তু লক্ষ্যের ধারে কাছেও পৌঁছতে পারেনি অস্ট্রেলিয়া। ৪২.৫ ওভারে ২২৮ রানে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন শিভম মাভি ও কমলেশ নাগারকোটি। ম্যাচের সেরা হয়েছেন ভাতের অধিনায়ক পৃথ্বী শ।

ভারতের পরের খেলা ১৬ জানুয়ারি পাপুয়া নিউ গিনির সঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement