UEFA Champions League

চ্যাম্পিয়ন্স লিগে ফের বায়ার্ন-সঁ জঁ, লিভারপুল খেলবে রিয়ালের বিপক্ষে

তিন বছর আগে য়ুর্গেন ক্লপের লিভারপুলের মুখোমুখি হয়েছিল জিনেদিন জিদানের রিয়াল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ১৮:৪৯
Share:

ফের সালাহরা খেলবেন রামোসদের বিপক্ষে। ফাইল ছবি

গত বার ফাইনালের দুই প্রতিপক্ষ এ বার মুখোমুখি হচ্ছে আরও আগে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ হতে চলেছে নেমারের প্যারিস সঁ জঁ। অন্যদিকে, ২০১৮-র দুই ফাইনালিস্ট দলও খেলতে চলেছে একে অপরের বিরুদ্ধে। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলবে লিভারপুল। প্রথম এবং চতুর্থ কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের খেলা ৬ এপ্রিল, ফিরতি পর্ব ১৪ এপ্রিল। দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টার ফাইনালের প্রথম পর্ব ৭ এপ্রিল, দ্বিতীয় পর্ব ১৩ এপ্রিল।

Advertisement

করোনা অতিমারির কারণে গত বারের ফাইনাল হয়েছিল অনেক দেরিতে। সেই ফাইনালে প্রথম বারের মতো উঠেছিল প্যারিস সঁ জঁ। নেমাররা সেই ম্যাচে কিংসলে কোমানের একমাত্র গোলে হেরে যান। বায়ার্ন মিউনিখ তাদের ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ খেতাব ঘরে তোলে।

অপরদিকে, তিন বছর আগে য়ুর্গেন ক্লপের লিভারপুলের মুখোমুখি হয়েছিল জিনেদিন জিদানের রিয়াল। মহম্মদ সালাহদের সে বার ৩-১ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তোলে রিয়াল, যে কৃতিত্ব এখনও পর্যন্ত কোনও ক্লাবের নেই। জোড়া গোল করে সে বার যাবতীয় নজর কেড়ে নিয়েছিলেন গ্যারেথ বেল।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ

রিয়াল ছা়ড়া কোনও ক্লাবই টানা দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। সেই সুযোগ এ বার রয়েছে বায়ার্নের সামনে। হ্যান্সি ফ্লিকের দল ঘরোয়া লিগে পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে। পাঁচে থাকা ডর্টমুন্ড খেলবে পেপ গুয়ারদিওলার ম্যান সিটির বিপক্ষে। এর আগে ২০১২-১৩ মরশুমে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। দু’পর্ব মিলিয়ে জিতেছিল ডর্টমুন্ড।

চেলসি এবং পোর্তো মুখোমুখি হয়েছে মোট আট বার। শেষ বার ২০১৫-১৬ মরশুমে। সে বার শেষ হাসি হেসেছিল চেলসিই। তবে পোর্তো এ বার যোগ্যতা অর্জন করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাসের মতো বড় মাপের দলকে হারিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন