Euro Cup 2020

Euro 2020: ৭২১ মিনিট গোল না খেয়ে গর্ডন ব্যাঙ্কসকে টপকে রেকর্ড করলেন জর্ডন পিকফোর্ড

ডেনমার্কের বিরুদ্ধে সেমিফাইনালে ২৫ মিনিট পার হতেই ইংরেজ গোলরক্ষক হিসেবে সবথেকে বেশি সময় গেল না খাওয়ার রেকর্ড করলেন পিকফোর্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ০২:৫৭
Share:

জর্ডন পিকফোর্ড। ছবি রয়টার্স।

এ বারের ইউরোয় বুধবার প্রথম গোল খেল ইংল্যান্ড। তার পাঁচ মিনিট আগে রেকর্ড করলেন ইংরেজ গোলরক্ষক জর্ডন পিকফোর্ড। টপকে গেলেন গর্ডন ব্যাঙ্কসকে।

Advertisement

ডেনমার্কের বিরুদ্ধে সেমিফাইনালে ২৫ মিনিট পার হতেই ইংরেজ গোলরক্ষক হিসেবে সবথেকে বেশি সময় গোল না খাওয়ার রেকর্ড করলেন পিকফোর্ড। ইংল্যান্ডের জার্সি গায়ে ৭২১ মিনিট গোল খেলেন না তিনি। ইংল্যান্ডের ফুটবলে আগের রেকর্ড ছিল ব্যাঙ্কসের। ১৯৬৬ সালের মে থেকে জুলাই মাস সময়ের মধ্যে ৭২০ মিনিট গোল হজম না করে ছিলেন ব্যাঙ্কস।

এই রেকর্ড করার পাঁচ মিনিটের মধ্যে অবশ্য গোল হজম করতে হয় পিকফোর্ডকে। অর্থাৎ ইংল্যান্ডের ফুটবলে সবথেকে বেশি সময় গোল না খাওয়ার নতুন রেকর্ড হল ৭২৬ মিনিট।

Advertisement

এ বার গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচ ছিল ইংল্যান্ডের। এই তিন ম্যাচে পিকফোর্ডকে গোল খেতে হয়নি। ক্রোয়েশিয়া এবং চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারিয়েছিল ইংল্যান্ড। স্কটল্যান্ডের সঙ্গে তাদের ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হয়েছিল।

এরপর প্রি-কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ২-০ ব্যবধানে হারিয়েছিল জার্মানিকে। কোয়ার্টার ফাইনালে ইংরেজরা ৪-০ ব্যবধানে হারিয়েছিল ইউক্রেনকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন