‘উগা ফুরিয়ে যায়নি বোঝাতেই এলাম’

মোহনবাগান তাঁকে ট্রায়াল দিতে বলায় তিনি নাকি নিজেই মুখ ঘুরিয়ে নিয়েছিলেন! ইস্টবেঙ্গল তাঁর সঙ্গে কথা শুরু করেও নাকি পিছিয়ে আসে। তিনি— উগা ওপারা শেষমেশ সোমবার বিকেলে টালিগঞ্জ অগ্রগামীতে সই করলেন। এক মরসুম পর ভারতীয় ফুটবলের সফল নাইজিরিয়ান ডিফেন্ডার ফিরলেন ময়দানের ক্লাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ০৩:০৯
Share:

টালিগঞ্জের কোচ রঞ্জন চৌধুরীর সঙ্গে উগা। সোমবার।

মোহনবাগান তাঁকে ট্রায়াল দিতে বলায় তিনি নাকি নিজেই মুখ ঘুরিয়ে নিয়েছিলেন!
ইস্টবেঙ্গল তাঁর সঙ্গে কথা শুরু করেও নাকি পিছিয়ে আসে। তিনি— উগা ওপারা শেষমেশ সোমবার বিকেলে টালিগঞ্জ অগ্রগামীতে সই করলেন। এক মরসুম পর ভারতীয় ফুটবলের সফল নাইজিরিয়ান ডিফেন্ডার ফিরলেন ময়দানের ক্লাবে।
তার আগে এ দিনই সকালে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে টলি কোচ রঞ্জন চৌধুরীর কাছে ঘণ্টা দেড়েক অনুশীলন করেন ট্রেভর মর্গ্যান জমানায় লাল-হলুদ রক্ষণের সেনাপতি। আইএফএ যাওয়ার পথে উগা বলছিলেন, ‘‘ইস্টবেঙ্গল হয়তো এ বার আমার উপর আস্থা রাখতে পারেনি। মোহনবাগান ট্রায়াল দিতে বলেছিল। কিন্তু আমি উগা ওপারা। আমার পায়ের চোটের চিকিৎসার যাবতীয় কাগজ পাঠাতে পারি। কিন্তু ট্রায়াল দিয়ে এ দেশের ক্লাবে খেলার মতো দুরবস্থা আমার এখনও হয়নি।’’ তাই বলে আই লিগে না থাকা টালিগঞ্জ অগ্রগামীতে? উগা এ বার বললেন, ‘‘কোচ রঞ্জনদা আমার দোষ-গুণ সব জানেন। উগা ওপারা যে ফুরিয়ে যায়নি সেটা কলকাতা লিগে প্রমাণ করার জন্য ছটফট করছি। ভুলে যাবেন না, আমার নতুন টিম কিন্তু গত বার কলকাতা লিগের রানার্স।’’
উগাকে প্রথম দিন অনুশীলনে দেখার পর তাঁর কোচও বলছেন, ‘‘প্র্যাকটিসে দেখে তো মনে হল ফিটই আছে। উগা আসায় আমার রক্ষণ অনেক পোক্ত হয়ে গেল।’’
বাস্তবই সহকারী: হোসে র‌্যামিরেজ ব্যারেটোর পরিবর্তে বাস্তব রায়কে সহকারী কোচ নিযুক্ত করল আটলেটিকো দে কলকাতা। এ দিন সরকারি ভাবে তা জানানো হল। মোহনবাগান, মহমেডানে খেলা বাস্তব ছিলেন কোচ আন্তোনিও হাবাসের পছন্দ। হাবাস বলছেন, ‘‘আমি বাস্তবকে স্বাগত জানাচ্ছি আটলেটিকোয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন