ডার্বি শেষে ফের সংঘর্ষ

ম্যাচের আগে দু’দলই সমর্থকদের কাছে সম্প্রীতির আবেদন রাখলেও, ডার্বি শেষে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা জড়িয়ে পড়লেন সংঘর্ষে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ০৩:১১
Share:

উৎসব: জাস্টিনকে নিয়ে কোলাদো। রবিবার যুবভারতীতে। টুইটার

ম্যাচের আগে দু’দলই সমর্থকদের কাছে সম্প্রীতির আবেদন রাখলেও, ডার্বি শেষে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা জড়িয়ে পড়লেন সংঘর্ষে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার যুবভারতীতে ডার্বি দেখতে খড়দহ থেকে ২০-২৫ জন ইস্টবেঙ্গল সমর্থক একটি গাড়ি করে এসেছিলেন। তাঁদের গাড়িটি সল্টলেকের তেরো নম্বর ট্যাঙ্কের কাছে ইএসআই হাসপাতালের কাছে রাখা ছিল। পুলিশ জানিয়েছে, রবিবার খেলা শেষ হওয়ার পর ইস্টবেঙ্গল সমর্থকরা সন্ধ্যা সা়ড়ে সাতটা নাগাদ গাড়ির কাছে জ়ড়ো হন। তখনই দু’দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি দ্রুত পরিণত হয় হাতাহাতিতে। এর পরেই, মোহনবাগান সমর্থকরা ইস্টবেঙ্গল সমর্থকদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে। ইটের আঘাতে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। মোহনবাগানের সমর্থকদের হাতে বন্ধুকে বেধ়ড়ক মার খেতে দেখে বাঁচাতে আসেন খড়দহের বাসিন্দা শুভ বন্দোপাধ্যায়। অভিযোগ, এরপর মোহনবাগান সমর্থকরা লাঠির আঘাতে শুভর মাথা ফাটিয়ে দেয়। খবর পেয়ে বিধাননগর (দক্ষিণ) থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। দু’দলের সমর্থকরাই পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ করেছেন। যদিও পুলিশ এই ঘটনা অস্বীকার করেছে। রাতেই ইস্টবেঙ্গল সমর্থকরা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন