অনূর্ধ্ব-১৮ আই লিগ

রণক্ষেত্র ছোটদের ডার্বি

দু’দলের সমর্থকদের বাদানুবাদ ছিলই। ম্যাচ শেষে মোহনবাগান সমর্থকদের অভিযোগ, ইস্টবেঙ্গল ভক্তেরা তাঁদের পতাকা পোড়ানোর চেষ্টা করছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ০৪:২১
Share:

উত্তেজনা: গ্যালারিতে দুই প্রধানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ। নিজস্ব চিত্র

মোহনবাগান ০ • ইস্টবেঙ্গল ২

Advertisement

অনূর্ধ্ব-১৮ আই লিগে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি কেন্দ্র করে অগ্নিগর্ভ ময়দান। শুক্রবার মোহনবাগান মাঠে প্রথমার্ধে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন শুভনীল ঘোষ। দ্বিতীয়ার্ধে গোল করেন সিলভানা লালরুয়াতকিম।

দু’দলের সমর্থকদের বাদানুবাদ ছিলই। ম্যাচ শেষে মোহনবাগান সমর্থকদের অভিযোগ, ইস্টবেঙ্গল ভক্তেরা তাঁদের পতাকা পোড়ানোর চেষ্টা করছেন। তাঁরা তাই বাঁশ, লাঠি নিয়ে চড়াও হন। আহত হন ইস্টবেঙ্গলের বেশ কয়েক জন সমর্থক। এক মহিলা সমর্থকের হাত ভাঙে। হাঁটু, পাঁজরেও চোট পান কেউ কেউ। পুলিশ লাঠি চালিয়ে সমর্থকদের ছত্রভঙ্গ করে। মোহনবাগানের দাবি, তাঁদেরও কয়েক জন আহত হয়েছেন। ইস্টবেঙ্গল ফুটবলারদের ম্যাচের পরে মাঠ থেকে বেরোতে বাধা পান। ম্যাচ কমিশনার বিশ্বজিৎ মিত্র জানালেন, রিপোর্টে পুরো ঘটনারই উল্লেখ করবেন। ক্ষুব্ধ লাল-হলুদ শিবির অভিযোগ জানিয়ে ফেডারেশনকে চিঠি দিচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement