মুখোমুখি উরুগুয়ে-প্যারাগুয়ে

এক দিকে প্যারাগুয়ের লক্ষ্য গত বারের ফাইনাল হারের বদলা নেওয়া। পাশাপাশি উরুগুয়ের কাছে গত ম্যাচ হেরে ঘুরে দাঁড়ানোর লড়াই। শনিবার রাতে কোপা আমেরিকায় মুখোমুখি ২০১১-র দুই ফাইনালিস্ট উরুগুয়ে ও প্যারাগুয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০৩:০১
Share:

এক দিকে প্যারাগুয়ের লক্ষ্য গত বারের ফাইনাল হারের বদলা নেওয়া। পাশাপাশি উরুগুয়ের কাছে গত ম্যাচ হেরে ঘুরে দাঁড়ানোর লড়াই। শনিবার রাতে কোপা আমেরিকায় মুখোমুখি ২০১১-র দুই ফাইনালিস্ট উরুগুয়ে ও প্যারাগুয়ে। ৪-৪-২ ফর্মেশনেই হয়তো দল সাজাবেন উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ। ফরোয়ার্ডে সেই কাভানি-রোলান জুটি থাকবে। ম্যাচে খেলতে পারবেন না দিয়েগো গোদিন। উরুগুয়ে গোলকিপার মুসলেরা বলছেন, ‘‘ম্যাচটা খুব কঠিন হবে। কোয়ার্টারে উঠতে গেলে জিততেই হবে।’’ প্যারাগুয়ে ফরোয়ার্ড রাউল বোবাডিলা আবার বলছেন, ‘‘গোদিন না থাকার সুবিধা তুলতে হবে।’’ দু’ম্যাচে প্যারাগুয়ের পয়েন্ট চার ও উরুগুয়ের তিন। সরাসরি শেষ আটে উঠতে উরুগুয়েকে জিততেই হবে।

Advertisement

আজ কোপায়

• উরুগুয়ে বনাম প্যারাগুয়ে (শনিবার রাত ১২-৩০)

Advertisement

• আর্জেন্তিনা বনাম জামাইকা (শনিবার রাত ৩-০০)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement