চ্যাম্পিয়ন উৎকল বিশ্ববিদ্যালয়

পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী হল ওড়িশার উৎকল বিশ্ববিদ্যালয়। ছত্তীসগঢ়ের স্বামী বিবেকনন্দ বিশ্ববিদ্যালয়কে হারায় তারা। লিগ টেবিলের শীর্ষে থাকার সুবাদে উৎকল বিশ্ববিদ্যালয়কে বৃহস্পতিবার জয়ী ঘোষণা করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৭ ০৩:১৩
Share:

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে জয়ী উৎকল বিশ্ববিদ্যালয় দল।—নিজস্ব চিত্র।

পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী হল ওড়িশার উৎকল বিশ্ববিদ্যালয়। ছত্তীসগঢ়ের স্বামী বিবেকনন্দ বিশ্ববিদ্যালয়কে হারায় তারা। লিগ টেবিলের শীর্ষে থাকার সুবাদে উৎকল বিশ্ববিদ্যালয়কে বৃহস্পতিবার জয়ী ঘোষণা করা হয়।

Advertisement

গত ৫ জানুয়ারি মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। পূর্বাঞ্চলের ৫২টি বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। প্রতিযোগিতার শেষ দিন ছিল বৃহস্পতিবার। এ দিন মেদিনীপুরের ক্ষদিরাম ক্রীড়াঙ্গনে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ ওভারে ২৫২ রান তোলে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের দল। জবাবে ব্যাট করতে নেমে উৎকল বিশ্ববিদ্যালয়ের দল ৪ উইকেট হারিয়ে ৩০ ওভারেই জয়ের রান তুলে নেয়। জয়ী দলের অভিনব ঘোষ ৭৪ রানে অপরাজিত ছিলেন। তিনিই ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন।

জয়ী দলকে এ দিন পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী, রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী, পশ্চিম মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিনয় দাসমাল প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের ক্ষুদিরাম ক্রীড়াঙ্গন দেখে খুশি রাজু মুখোপাধ্যায়, বিশ্বরূপ দে-রা। রাজু মুখোপাধ্যায় বলেন, ‘‘ক্ষুদিরাম ক্রীড়াঙ্গনের মাঠে জাতীয় পর্যায়ের ক্রিকেট ম্যাচও আয়োজন করা যায়।’’ বিশ্বরূপবাবুও বলছেন, ‘‘মাঠে পিচ একটু টাফ করলেই সব ঠিক হয়ে যাবে।’’ ইডেনের মহেশ্বর মালিকে মাঠ দেখতে পাঠাবেন বলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ দিন জানিয়ে দেন বিশ্বরূপবাবু। এই সাহায্যের আশ্বাসে খুশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আধিকারিক সুহাস বারিক জানান, এই সাহায্য পেলে ভবিষ্যতে তাদের সুবিধা হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন