ওয়ান ডে-তে তাদের সর্বোচ্চ রানের রেকর্ড করল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মঙ্গলবার বার্মিংহামে ৪০৮-৯ তুলে। নেপথ্যে জস বাটলার (৭৭ বলে ১২৯) আর জো রুট (৭৮ বলে ১০৪)। ওয়ান ডে-তে ইংল্যান্ড ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও (৬৬ বলে) করলেন বাটলার। ৭১ বলে সেঞ্চুরিতে পৌঁছে ইংরেজ ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় দ্রুততম রুট। এই ম্যাচেই বাটলার আর আদিল রশিদ (৬৯) সপ্তম উইকেটে ১৭৭ রানের পার্টনারশিপও ওয়ান ডে-তে নতুন রেকর্ড।