Cricket

জাতীয় দলে ধোনির ফেরা কঠিন, বলছেন প্রসাদ 

ধোনির ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। এখনও তাঁর যা ফিটনেস, তা ঈর্ষা করার মতোই।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ১৪ মে ২০২০ ১৭:৫৮
Share:

ধোনিকে নিয়ে চলছে জল্পনা। —ফাইল চিত্র।

মহেন্দ্র সিংহ ধোনির পক্ষে জাতীয় দলে প্রত্যাবর্তন কঠিন হয়ে উঠছে। ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদের এমনটাই দাবি।

Advertisement

ইংল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের পর থেকে দেশের জার্সিতে আর দেখা যায়নি ধোনিকে। তাঁকে নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

এ রকম পরিস্থিতিতে প্রসাদ বলছেন, ‘‘ধোনির পক্ষে দলে ঢোকা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। প্রায় বছরখানেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। ফলে দলে প্রত্যাবর্তন মোটেও সহজ নয়।’’

Advertisement

আরও পড়ুন: দলের সেরা ফিল্ডার কে? উত্তর দিলেন কোহালি​

ধোনির ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। এখনও তাঁর যা ফিটনেস, তা ঈর্ষা করার মতোই। প্রসাদ বলছেন, ‘‘ধোনি যে ফিট তা নিয়ে কোনও সন্দেহই নেই। কিন্তু ওর বয়স প্রায় চল্লিশের কাছাকাছি। ওর রিফ্লেক্সও আগের মতো নেই। তবে আমি সবটাই টিম ম্যানেজমেন্টের উপরে ছেড়ে দিতে চাই। ধোনি যদি ভাল ফিটনেস দেখাতে পারে, তা হলে টিম ম্যানেজমেন্ট নিশ্চয় ওকে নিয়ে কোনও স্ট্র্যাটেজি নেবে।’’

প্রসাদ বলছেন বটে ধোনির দলে ফেরা কঠিন হবে। কিন্তু ধোনি তো বার বার অসম্ভবকেই সম্ভব করেছেন। তাই শেষ দৃশ্য পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন