অঘটনের রাতে ছিটকে গেলেন ভিনাস, হালেপ

শুধু ভিনাসই নন, অঘটনের টুর্নামেন্টে ফাইনালের আগেই ছিটকে গেলেন সিমোনা হালেপও। সবার ধারণা ছিল, ফাইনাল হবে ভিনাস বনাম হালেপের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৮ ০৩:৪৯
Share:

ইন্ডিয়ান ওয়েলসে হেরে গেলেন ভিনাস। ছবি: এএফপি

ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের মেয়েদের বিভাগে সব চেয়ে বড় নাম আগেই ছিটকে গিয়েছিল। সেরিনা উইলিয়ামস। এ বার ছিটকে গেলেন তাঁর দিদি ভিনাস উইলিয়ামস। যে দিদির কাছে হেরেই প্রত্যাবর্তনের লড়াইয়ে তৃতীয় রাউন্ডে ছিটকে যেতে হয় সেরিনাকে। শুধু ভিনাসই নন, অঘটনের টুর্নামেন্টে ফাইনালের আগেই ছিটকে গেলেন সিমোনা হালেপও। সবার ধারণা ছিল, ফাইনাল হবে ভিনাস বনাম হালেপের। কিন্তু রবিবার ইন্ডিয়ান ওয়েলসে ট্রফি জেতার জন্য নামবেন নাওমি ওসাকা এবং দারিয়া কাসাতকিনা। বিশ্বের এক নম্বর হালেপ দাঁড়াতেই পারেননি ওসাকার সামনে। সেমিফাইনালে ৬৪ মিনিটের ম্যাচে হালেপ-কে ৬-৩, ৬-০ হারিয়ে দেন অবাছাই ওসাকা। অন্য সেমিফাইনালে বিশ্বের আট নম্বর ভিনাসকে ৪-৬, ৬-৪, ৭-৫ হারান দারিয়া।

Advertisement

এই টুর্নামেন্টে দুরন্ত খেলছেন দারিয়া। বিশ্বের ১৯ নম্বর খেলোয়াড় ভিনাস-সহ চার জন গ্র্যান্ড স্ল্যাম-জয়ীকে এই টুর্নামেন্টে হারিয়েছেন। বাকিরা হলেন— দ্বিতীয় রাউন্ডে ক্যারোলিন ওজনিয়াকি, তৃতীয় রাউন্ডে স্লোয়ান স্টিফেন্স, কোয়ার্টার ফাইনালে অ্যাঞ্জেলিক কের্বের। সবাই এই রাশিয়ান তরুণীর শিকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন