ধোনির সঙ্গে তুলনা কেন, বলছেন কোহলি

আগ্রাসী স্টাইল বদলাবে না। নেতৃত্ব যে ভাবে করতে ভালবাসেন, সে ভাবেই করবেন। তবে নিজের আবেগকে আরও নিয়ন্ত্রণে আনতে চান। বাংলাদেশ সফরের আগে সাফ জানিয়ে দিলেন ভারতের টেস্ট ক্যাপ্টেন বিরাট কোহলি। ‘‘নিজে যা ভাবছি সেটা বিপক্ষকে বুঝতে দিয়ে লাভ কী? তাতে তো বিপক্ষেরই সুবিধে। এটা আমি জানি,’’ বলে দেন বিরাট। সঙ্গে যোগ করেন, ‘‘ভাল অধিনায়কের সবচেয়ে বড় গুন আবেগকে নিয়ন্ত্রণ করা। এই জায়গাটায় আমায় উন্নতি করতে হবে।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ জুন ২০১৫ ০৩:৪০
Share:

আগ্রাসী স্টাইল বদলাবে না। নেতৃত্ব যে ভাবে করতে ভালবাসেন, সে ভাবেই করবেন। তবে নিজের আবেগকে আরও নিয়ন্ত্রণে আনতে চান। বাংলাদেশ সফরের আগে সাফ জানিয়ে দিলেন ভারতের টেস্ট ক্যাপ্টেন বিরাট কোহলি। ‘‘নিজে যা ভাবছি সেটা বিপক্ষকে বুঝতে দিয়ে লাভ কী? তাতে তো বিপক্ষেরই সুবিধে। এটা আমি জানি,’’ বলে দেন বিরাট। সঙ্গে যোগ করেন, ‘‘ভাল অধিনায়কের সবচেয়ে বড় গুন আবেগকে নিয়ন্ত্রণ করা। এই জায়গাটায় আমায় উন্নতি করতে হবে।’’

Advertisement

তবে কেউ চান বলেই যে নিজেকে বদলে ফেলবেন সেই বান্দা যে তিনি নন সেটাও পরিষ্কার করে দিয়েছেন কোহলি। কিছুদিন আগেই প্রাক্তন অস্ট্রেলীয় ক্যাপ্টেন স্টিভ ওয় পরামর্শ দিয়েছিলেন বিরাটকে। বলেছিলেন ধোনির মতো মোটা চামড়ার হতে। কিন্তু বিরাট বলে দেন, ‘‘কেন যে আমাদের তুলনা হয়! আমি আর ধোনি এক নয়। ব্যক্তিত্বও আলাদা। তবে এটা ঠিক ক্যাপ্টেন্সির কিছু বিষয় সব সময়ই এক থাকবে।’’

শুধু তিনি নন, বিশ্ব ক্রিকেটে এখন অনেক তরুণ ক্রিকেটারই আছেন যাদের কাঁধে ক্যাপ্টেনের দায়িত্ব। তাই প্রশ্ন উঠছে এঁদের হাতে টেস্ট ক্রিকেট কী সুরক্ষিত? কোহলি বলেন, ‘‘টেস্ট ক্রিকেট ততদিনই সুরক্ষিত থাকবে যতদিন দলগুলো রেষারেষি করবে। রেজাল্টের জন্য খেলবে। চার ঘণ্টায় আশি রান করলাম কিন্তু তাতে লাভ কী? আমি সব সময় টেস্টে রেজাল্টের জন্য ঝাঁপানোর পক্ষে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন