বিরাট বাবুরাও

সানিয়া মির্জা, সোনাক্ষী সিংহের পর ডাবস্ম্যাশে মজে বিরাট কোহলি। বিখ্যাত সিনেমার সংলাপ ‘লিপ সিঙ্ক’ করার এই অ্যাপে বিরাটের অভিষেক ঘটল এ দিন। যেখানে ‘হেরা ফেরি’ সিনেমায় পরেশ রাওয়াল অভিনীত চরিত্র বাবুরাও গণপতরাও আপটের সংলাপ বলছেন কোহলি। তাঁর মতো অঙ্গভঙ্গিও করছেন। তাঁর ‘অভিনয়’ এতটাই জনপ্রিয় হয়েছে যে, কয়েক ঘণ্টার মধ্যে প্রায় বারো হাজার ভক্ত ভিডিওটা ‘লাইক’ করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০৩:০৫
Share:

সানিয়া মির্জা, সোনাক্ষী সিংহের পর ডাবস্ম্যাশে মজে বিরাট কোহলি। বিখ্যাত সিনেমার সংলাপ ‘লিপ সিঙ্ক’ করার এই অ্যাপে বিরাটের অভিষেক ঘটল এ দিন। যেখানে ‘হেরা ফেরি’ সিনেমায় পরেশ রাওয়াল অভিনীত চরিত্র বাবুরাও গণপতরাও আপটের সংলাপ বলছেন কোহলি। তাঁর মতো অঙ্গভঙ্গিও করছেন। তাঁর ‘অভিনয়’ এতটাই জনপ্রিয় হয়েছে যে, কয়েক ঘণ্টার মধ্যে প্রায় বারো হাজার ভক্ত ভিডিওটা ‘লাইক’ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement