ক্রীড়ামন্ত্রীকে হলুদ কার্ড

ভেবেছিলেন এটা নেহরু স্টেডিয়াম বা অম্বেডকর। মেয়েদের ভারত-জাপান হকি ম্যাচ চলার সময় দলবল নিয়ে মাঠে ঢুকে পড়েন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। তাঁর পারিষদবর্গের মাঠে ঢোকার কার্ড বা অনুমতি ছিল না। কিন্তু মন্ত্রীর সঙ্গে তাঁরাও মাঠে ঢুকে পড়েন। নিট ফল, মন্ত্রীকে ‘হলুদ কার্ড’ দেখাল সংগঠন কমিটি।

Advertisement

রতন চক্রবর্তী

রিও দে জেনেইরো শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৬ ০৩:২১
Share:

ভেবেছিলেন এটা নেহরু স্টেডিয়াম বা অম্বেডকর। মেয়েদের ভারত-জাপান হকি ম্যাচ চলার সময় দলবল নিয়ে মাঠে ঢুকে পড়েন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। তাঁর পারিষদবর্গের মাঠে ঢোকার কার্ড বা অনুমতি ছিল না। কিন্তু মন্ত্রীর সঙ্গে তাঁরাও মাঠে ঢুকে পড়েন। নিট ফল, মন্ত্রীকে ‘হলুদ কার্ড’ দেখাল সংগঠন কমিটি। জানিয়ে দেওয়া হল, এর পর এ রকম হলে ক্রীড়ামন্ত্রীর অল অ্যাক্সেস কার্ড কেড়ে নেওয়া হবে। চিঠিটি পাঠানো হয়েছে ভারতের শেফ দ্য মিশন রাকেশ গুপ্তকে। তাতে বলা হয়েছে, ‘‘আপনাদের ত্রীড়ামন্ত্রী জনা পাঁচ-ছয় লোক নিয়ে নানা জায়গায় ঢুকে পড়ছেন। এর পর এ রকম হলে তাঁর কার্ড বাজেয়াপ্ত হবে।’’ চিঠিটি মন্ত্রীকে নিয়ে লেখা বলে চেপে রেখেছিলেন রাকেশ। কিন্তু সেটা ফাঁস হয়ে যাওয়ায় হইচই পড়ে যায়। সরকারি তরফে মন্ত্রীর মন্তব্য জানতে চাওয়া হলে কোনও কর্তাই কিছু বলতে চাননি। গোয়েলের আপ্তসহায়ক বলেন, ‘‘এর উত্তর দেবেন না মন্ত্রী। উনি দু’দিন পরেই চলে যাবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন