Sports News

অস্ট্রেলিয়া জয়ের আনন্দরেশেই পদ্মশ্রীলাভ বিরাট কোহালির

আগেই ঘোষণা হয়ে গিয়েছিল পদ্মশ্রী পাচ্ছেন ভারত অধিনায়ক। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের হাত থেকে সেই সম্মান নিলেন বিরাট কোহালি। ক্রীড়া ক্ষেত্রে এ বার আট জন পদ্মশ্রী পেলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ১৯:২৭
Share:

রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের হাত থেকেো পদ্মশ্রী নিচ্ছেন বিরাট কোহালি। ছবি: সংগৃহীত।

আগেই ঘোষণা হয়ে গিয়েছিল পদ্মশ্রী পাচ্ছেন ভারত অধিনায়ক। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের হাত থেকে সেই সম্মান নিলেন বিরাট কোহালি। ক্রীড়া ক্ষেত্রে এ বার আট জন পদ্মশ্রী পেলেন। রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে সবার হাতে এই সম্মান তুলে দেওয়া হল। সেই তালিকায় ছিলেন ভারতীয় হকি দলের অধিনায়ক পিআর শ্রীজেশ। এ ছাড়া ছিলেন অলিম্পিক্সে ভারতকে সম্মান এনে দেওয়া তারকা ক্রীড়াবিদরা। ছিলেন কুস্তির সাক্ষী মালিক ও জিমন্যাস্ট দীপা কর্মকার।

Advertisement

আরও খবর: ‘অস্ট্রেলীয় ক্রিকেটাররা বন্ধু নয় এমন আদৌ বলিনি, কথা বিকৃত হয়েছে’

রিও প্যারালিম্পিক্সে পদক প্রাপ্ত মারিয়াপ্পান থঙ্গাভেলু ও দীপা মালিকও রয়েছেন এই তালিকায়। এ ছাড়া ডিসকাস থ্রোয়ার বিকাশ গৌড়া ও দৃষ্টিহীন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শেখর নায়েকও এই সম্মানে ভূষিত হয়েছেন। ৮৯ জন পদ্ম পুরস্কারের তালিকায় ছিলেন এই ক্রীড়া ব্যাক্তিত্বরাও। কিন্তু এ বার পদ্ম ভূষণ ও পদ্ম বিভূষণের তালিকায় ছিলেন না কোনও ক্রীড়াবিদ।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন