প্রত্যয়ী অধিনায়ক, পাশে দাঁড়ালেন সানি

ওভাল টেস্টের পরে সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, ‘‘কেন সিরিজে সফল হতে পারিনি, তা নিয়ে আলোচনা করেছি আমরা। প্রত্যেক ম্যাচে আমরা লড়াই করেছি। অনেক সময়েই আমরা ওদের চেয়ে এগিয়ে ছিলাম। মোক্ষম সময়গুলোকে কাজে লাগাতে পারিনি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪৫
Share:

লড়াকু: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারলেও ভেঙে পড়তে নারাজ কোহালি। পাশে নবাগত বিহারী। ফাইল চিত্র

ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ১-৪ হারলেও ভেঙে পড়ার কিছু নেই বলে মনে করেন বিরাট কোহালি। তাঁর মতে, এই হারের অর্থ এই নয় যে, দলের খোলনলচে সব বদলে ফেলতে হবে। ওভাল টেস্টের পরে সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, ‘‘কেন সিরিজে সফল হতে পারিনি, তা নিয়ে আলোচনা করেছি আমরা। প্রত্যেক ম্যাচে আমরা লড়াই করেছি। অনেক সময়েই আমরা ওদের চেয়ে এগিয়ে ছিলাম। মোক্ষম সময়গুলোকে কাজে লাগাতে পারিনি।’’ এক সাংবাদিক প্রশ্ন করেন, গত দশ-পনেরো বছরে আপনারাই সেরা দল কি না? কোহালি জবাব দেন, ‘‘আমাদের বিশ্বাস করতেই হবে যে, আমরা সেরা।’’ এই ঘটনা নিয়ে বিতর্ক হলেও সুনীল গাওস্কর পাশে দাঁড়িয়েছেন কোহালির। একটি চ্যানেলকে সানি বলেছেন, ‘‘সিরিজে এত ভাল খেলেছে বিরাট। সব চেয়ে বেশি রান করেছে। তার পরেও এ ভাবে হেরেছে। হতাশ থাকার কথা। তা ছাড়া এমন একটা প্রশ্নের উত্তরে কোন অধিনায়কই বা বলবে, নিজেদের সেরা ভাবি না!’’ গত কয়েক বছরের সেরা ভারতীয় দল মন্তব্যটি যদিও কোহালির ছিল না, অনেকটা এই ধরনের মন্তব্য করেছিলেন কোচ রবি শাস্ত্রী। তবে কোচ শাস্ত্রী অতীতের কোনও দলকে অপমান করেছেন বলে মনে করেন না গাওস্কর। তিনি বলেছেন, ‘‘দলকে তাতানোর জন্যই শাস্ত্রী সম্ভবত বলেছিল, এই দলটা অন্য ভারতীয় দলের চেয়ে কম কিছু নয়। মনে হয় না অতীতের কোনও দলকে অপমান করা বা ছোট করে দেখাটা ওর উদ্দেশ্য ছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন