ব্যর্থতা নিয়েই লঙ্কা যাচ্ছেন কোহলি

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের আগে দু’টো ইনিংস পেলেন বিরাট কোহলি। কিন্তু দু’টোর একটা থেকেও মনে রাখার মতো কিছু এল না।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০৪:২৭
Share:

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের আগে দু’টো ইনিংস পেলেন বিরাট কোহলি। কিন্তু দু’টোর একটা থেকেও মনে রাখার মতো কিছু এল না।

Advertisement

প্রথম ইনিংসে ১৬। দ্বিতীয় ইনিংসে ৪৫। সঙ্গে ক্যালাম ফার্গুসনের ক্যাচ ফেলা। চেন্নাইয়ে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে ভারত ‘এ’-র হয়ে নেমে এটাই প্রাপ্তি ভারতের টেস্ট অধিনায়কের।

প্রথমের মতো দ্বিতীয় ইনিংসেও সুবিধে করতে পারেনি ভারত ‘এ’ টিমের ব্যাটিং। গত কালের স্কোরের সঙ্গে আরও গোটা কুড়ি যোগ করে ৩৪৯ তুলে ফেলে অস্ট্রেলিয়া ‘এ’। লিড দাঁড়ায় ২১৪ রানের। এমএ চিদম্বরম স্টেডিয়ামে যার জবাবে নেমে ফের ভেঙে পড়ে চেতেশ্বর পূজারাদের ব্যাটিং। অধিনায়ক পূজারা মাত্র ১১ করে আউট হয়ে যান। গত কয়েক দিনের ব্যর্থতার পর এ দিন খারাপ খেলছিলেন না কোহলি। কিন্তু শেষ পর্যন্ত স্টিভ ও’কিফের টার্নারে ৪৫ করে তাঁকে ফিরতে হয়। শ্রেয়স আইয়ারও মাত্র দু’রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে হাফসেঞ্চুরি শুধু করেছেন অভিনব মুকুন্দ (৫৯)। তৃতীয় দিনের শেষে ভারত ‘এ’ দ্বিতীয় ইনিংসে ২৬৫-৬। লিড মাত্র ৫১ রানের। পড়ে আরও একটা দিন। যেখানে ভারত ‘এ’ হারুক বা জিতুক, একটা জিনিস যে আর হচ্ছে সেটা নিশ্চিত।

Advertisement

কোহলি শো আর হচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন