India vs Australia

ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন বিরাট কোহালি

ডন ব্র্যাডম্যানকে টপকে গেলেন ভারতীয় অধিনায়ক। এ দিন অস্ট্রেলিয়ার মাটিতে হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহালি। ভারতীয়দের মধ্যে দ্রুততম হিসাবেই এই নজির গড়লেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিনিধি

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮ ১৭:৩৯
Share:

আগ্রাসী বিরাট কোহালি। ছবি: এএফপি।

ডন ব্র্যাডম্যানকে টপকে গেলেন ভারতীয় অধিনায়ক। এ দিন অস্ট্রেলিয়ার মাটিতে হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহালি। ভারতীয়দের মধ্যে দ্রুততম হিসাবেই এই নজির গড়লেন তিনি।

Advertisement

তবে এখানেই শেষ নয়। অস্ট্রেলিয়ার মাটিতে নয়টি টেস্টে হাজার রান করলেন ভারতীয় অধিনায়ক। আর তাতেই ভাঙলেন স্যর ডন ব্র্যাডম্যানের রেকর্ড। অস্ট্রেলিয়ায় দশটি টেস্ট খেলার পর চার অঙ্কের রানে পৌঁছেছিলেন ব্র্যাডম্যান। অর্থাৎ ব্র্যাডম্যানের থেকে একটি ম্যাচ কম খেলে এই নজির গড়লেন বিরাট।

ভারতীয় অধিনায়ক হিসাবেও এ দিন রেকর্ড করেন বিরাট। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে বিদেশের মাঠে দু’হাজার রান করলেন তিনি। আবার তিনিই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি বিদেশের মাঠে এবং ঘরের মাঠে— দু’ জায়গাতেই দু’হাজার রানের গন্ডি টপকেছেন।

Advertisement

এ বার আসা যাক, হাজার রান করার ফাঁকে কী কী নজির গড়লেন বিরাট। ভারতীয় ব্যাটসম্যান হিসাবে অস্ট্রেলিয়ার মাঠে হাজার রান করার নিরিখে বিরাট রয়েছেন চার নম্বরে। তালিকায় প্রথম জন অবশ্যই সচিন তেন্ডুলকর। লিটল মাস্টারের ঝুলিতে রয়েছে ১৮০৯ রান, ৩৮টি ইনিংসে। ২৯ টি ইনিংসে ১২৩৬ রান করেছিলেন ভিভিএস লক্ষ্মণ, ৩০টি ইনিংসে ১১৪৩ রান করেছিলেন রাহুল দ্রাবিড়। সেখানে বিরাট ১৮টি ইনিংসে হাজার রানের গন্ডি টপকালেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার মাঠে সিরিজের প্রথম টেস্ট জয়ের সুবর্ণ সুযোগ কোহালিদের সামনে

আরও পড়ুন: লিড ১৬৬ রানের, অ্যাডিলেডে তৃতীয় দিনের শেষে স্বস্তিতে ভারত

পাশাপাশি, অস্ট্রেলিয়ার মাটিতে ২৮তম সফরকারী ব্যাটসম্যান হিসাবে হাজার রান করার রেকর্ড গড়লেন বিরাট।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন