কলকাতায় বিরাট যখন সান্তা ক্লজ

কলকাতার একটি শিশুদের হোমে আচমকা হাজির হয়ে বাচ্চাদের হাতে উপহার তুলে দিয়ে খুশি ভারত অধিনায়কও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ ০৪:৪৭
Share:

মানবিক: সান্তা সেজে শিশুদের উপহার দিলেন বিরাট। টুইটার

বড়দিনের আগে সান্তা ক্লজের বেশে বাচ্চাদের উপহার দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। খেলাধূলার সম্প্রচারকারী একটি টিভি চ্যানেল প্রকাশিত স্বল্পদৈর্ঘ্যের ভিডিয়ো ক্লিপে এই দৃশ্যই দেখা গেল।

Advertisement

কলকাতার একটি শিশুদের হোমে আচমকা হাজির হয়ে বাচ্চাদের হাতে উপহার তুলে দিয়ে খুশি ভারত অধিনায়কও। ওই বিজ্ঞাপনী ভিডিয়োয় বিরাট বলেন ‘‘এই মুহূর্তটা বিশেষ আনন্দের। কারণ এই সব বাচ্চাই গোটা বছর আমাদের সাফল্যের জন্য চেঁচিয়ে উৎসাহ জোগায়। তাই ওদের মুখে হাসি ফোটাতে পারলে ভাল তো লাগবেই। সবাইকে বড়দিন ও নতুন বছরের জন্য শুভেচ্ছা।’’

ভিডিয়োয় দেখা যায়, বাচ্চারা সান্তা ক্লজ নিয়ে আলোচনা করছে। যা দেখে মুচকি হাসেন বিরাট। পরের দৃশ্যেই দেখা যায়, বাচ্চারা বলছেন, বড় হয়ে কে কী হতে চায়। সেখানে কয়েকটি বাচ্চা বলে, বড় হয়ে তারা বিরাট কোহালি হতে চায়। ফের হাসেন বিরাট। জানতে চান, কাকে সামনে দেখতে পেলে সব চেয়ে খুশি হবে বাচ্চারা। তারা বিরাটের নাম বলতেই নকল দাড়ি-গোঁফ খুলে আবির্ভূত হন স্বয়ং কোহালি। খুশিতে তাঁকে জড়িয়ে ধরে বাচ্চারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement