বিরাটের পরামর্শ পৃথ্বীদের

আগামী ১৩ জানুয়ারি থেকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলতে নিউজিল্যান্ডে উড়ে যাচ্ছে ভারতীয় দল। দাদারা যখন দক্ষিণ আফ্রিকায় কঠিন পরীক্ষা দেবেন, ভাইয়েদেরও তখন বড় পরীক্ষা চলবে বিশ্বকাপের আসরে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৭ ০৩:৩৭
Share:

ভারত অধিনায়ক বিরাট কোহালি। ছবি: এএফপি।

তিনি নিজে অনূর্ধ্ব ১৯ থেকে ভারতীয় ক্রিকেটের শিখরে উঠে এসেছেন। তাই বিরাট কোহালি জানেন, এই স্তরের ক্রিকেটের গুরুত্ব কতটা। তাই এখনকার ভারতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের এই সুযোগকে শ্রদ্ধা করার পরামর্শ দিলেন ভারতীয় অধিনায়ক।

Advertisement

আগামী ১৩ জানুয়ারি থেকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলতে নিউজিল্যান্ডে উড়ে যাচ্ছে ভারতীয় দল। দাদারা যখন দক্ষিণ আফ্রিকায় কঠিন পরীক্ষা দেবেন, ভাইয়েদেরও তখন বড় পরীক্ষা চলবে বিশ্বকাপের আসরে। পৃথ্বী শয়ের দলের ছেলেদের বিরাটের পরামর্শ, ‘‘আমার ক্রিকেট জীবনে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খুব গুরুত্বপূর্ণ একটা মাইলফলক। এই টুর্নামেন্ট জেতার পরেই আমার কেরিয়ার তৈরি শুরু হয়। তাই আমাদের দলের সবাইকে এর গুরুত্ব বুঝতে হবে। এই সুযোগকে শ্রদ্ধাও করতে হবে।’’

বিরাট ২০০৮-এর যুব বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়ে খেতাব জিতিয়ে এনেছিলেন। সেই টুর্নামেন্টে তাঁর সঙ্গে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের দ্বৈরথের কথাও স্মরণ করেন বিরাট। আইসিসি-র ওয়েবসাইটে তিনি বলেন, ‘‘কেনের সঙ্গে লড়াইয়ের কথা বেশ মনে আছে আমার। ওদের দলে অন্যদের চেয়ে আলাদা ছিল কেন। স্টিভ স্মিথের বিরুদ্ধে ওখানে খেলিনি আমি। তবে সেই টুর্নামেন্টের তিন ক্যাপ্টেন এখন তাদের সিনিয়র দলের ক্যাপ্টেন। এছাড়াও আরও অনেক ক্রিকেটার উঠে এসেছে সেই টুর্নামেন্ট থেকে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন