Sports News

এক ফ্রেমে বিরাট-স্মিথ, টুইটারে পোস্ট করলেন স্বয়ং কোহালি

এই তো কয়েকদিন আগের কথা। কখনও স্মিথকে মিথ্যেবাদী বলছেন বিরাট কখনও মুরলী বিজয়কে ড্রেসিংরুম থেকে গালাগাল দিচ্ছেন স্মিথ। সেই মাঠ আর মাঠের বাইরের লড়াইরের খবর ক্রিকেটের দুনিয়া ছাড়িয়ে ঢুকে পড়েছিল ড্রয়িংরুমেও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ২০:৫৪
Share:

এই তো কয়েকদিন আগের কথা। কখনও স্মিথকে মিথ্যেবাদী বলছেন বিরাট কখনও মুরলী বিজয়কে ড্রেসিংরুম থেকে গালাগাল দিচ্ছেন স্মিথ। সেই মাঠ আর মাঠের বাইরের লড়াইরের খবর ক্রিকেটের দুনিয়া ছাড়িয়ে ঢুকে পড়েছিল ড্রয়িংরুমেও। দেশের লড়াই এ বার শেষ সামনে আইপিএল। কোটি টাকার ক্রিকেট লিগে তাই হাসি মুখেই এক ফ্রেম ধরা পড়লেন বিরাট কোহালি ও স্টিভ স্মিথ। দুই দেশের অধিনায়ক এ বার দুই দলেরও অধিনায়ক। টুর্নামেন্টের স্বার্থে তাই এমন ছবিও ধরা পড়ল যা কিছুদিন আগে পর্যন্তও ভাবা যায়নি। সঙ্গে দেখা গেল , গৌতম গম্ভীর, সুরেশ রায়না, গ্লেন ম্যাক্সওয়েল, রোহিত শর্মা। ডেভিড ওয়ার্নার, জাহির খানদের।

Advertisement

আরও খবর: ‘দাদা কেমন আছ’ সৌরভকে প্রশ্ন সচিনের

এই সেই ম্যাক্সওয়েল যে রাঁচীতে কোহালির চোট নিয়ে ব্যাঙ্গ করেছিলেন খেলার মধ্যেই। পড়ে আবার সেটাও করে দেখান কোহালি। এমন কী সিরিজ শেষ হয়ে গেলেও থামেনি সেই বাক-যুদ্ধ। সিরিজ শেষের সাংবাদিক সম্মেলনে কোহালি জানিয়ে দিয়েছিলেন, অস্ট্রেলিয়ানরা আর তাঁর বন্ধু নন। তা অস্ট্রেলিয়া মিডিয়া যাচ্ছেতাই ভাষায় আক্রমণ করে বিরাটকে। পরে বিরাট বলেন তাঁর বক্তব্যকে ভুল বোঝা হয়েছে। তিনি দু’একজনের কথা বলেছেন। তা শুনে আবার স্টিভ স্মিথের প্রশ্ন ছিল, সেই দু’একজনের মধ্যে তিনি আছেন কি না। এটা থেকে একটা বিষয় খুবই স্পষ্ট, ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রভাব টুকরো টুকরো ভাবে পড়তে দেখা যাবে আইপিএলও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement