IPL Auction

ধোনির হেলিকপ্টার শটে নতুন পাইলট বরোদার বিষ্ণু

আইপিএলের নিলাম এখনও হয়নি। কিন্তু তার আগেই আলোচনার কেন্দ্রে বরোদার ব্যাটসম্যান বিষ্ণু সোলাঙ্কি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২১ ১০:৪২
Share:

হেলিকপ্টার শট মেরে একসময় বিখ্যাত হয়ে উঠেছিলেন ধোনি। ফাইল ছবি

আইপিএলের নিলাম এখনও হয়নি। কিন্তু তার আগেই আলোচনার কেন্দ্রে বরোদার ব্যাটসম্যান বিষ্ণু সোলাঙ্কি। মহেন্দ্র সিংহ ধোনিকে নকল করে পরপর দুটি ম্যাচে তিনি হেলিকপ্টার শট মেরেছেন। বোর্ডের পোস্ট করা সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে তামিলনাড়ুর কাছে হেরে গিয়েছে বরোদা। কিন্তু ফাইনালে বিষ্ণুর শট মন কেড়ে নিয়েছে সকলের। ১৯তম ওভারে বল করছিলেন সোনু যাদব। অবিকল ধোনির মতো ব্যাট চালিয়ে বল বাউন্ডারির ও পারে পাঠান বিষ্ণু। ব্যাটের গতি এবং কায়দা ধোনিকে মনে করাতে বাধ্য। তাঁর ইনিংসের সৌজন্যেই ৩৬/৬ থেকে ১২০ রানে পৌঁছয় বরোদা।

শুধু তাই নয়, বরোদাকে ফাইনালে তোলার পিছনেও আসল অবদান বিষ্ণুর। হরিয়ানার বিরুদ্ধে শেষ বলে ৬ রান দরকার ছিল। সেখানেও হেলিকপ্টার শট মেরে দলকে ফাইনালে তুলে দেন বিষ্ণু।

Advertisement

সমাজমাধ্যমে বিষ্ণুর ইনিংস ভাইরাল হয়ে গিয়েছে। বোর্ড ছাড়াও অনেকে ভিডিয়ো পোস্ট করেছেন। নেটাগরিকরা বলছেন, এবারের নিলামে সবথেকে দামি ক্রিকেটার হতে চলেছেন বিষ্ণু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন