Sports News

হায়দরাবাদের থিম সংয়ে নাচ ওয়ার্নার কন্যার

এক্কেবারে হায়দরাবাদের জার্সি পরেই মঞ্চ মাতালেন ওয়ার্নার কন্যা আইভি। আর আইভির সেই নাচের দৃশ্য মোবাই ক্যামেরায় ধরে রাখলেন ওয়ার্নারের স্ত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৮ ১৯:৪২
Share:

নাচের মুহূর্তে ডেভিড ওয়ার্নারের মেয়ে। ছবি: ওয়ার্নারের ইনস্টাগ্রাম।

আর কয়েক মাস পরেই আইপিএল-এর ছন্দে পা মেলাবে গোটা ভারত। তার আগেই সানরাইজার্স হায়দরাবাদের থিম সংয়ের তালে পা মেলাতে দেখা গেল অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ছোট্ট মেয়েকে। এক্কেবারে হায়দরাবাদের জার্সি পরেই মঞ্চ মাতালেন ওয়ার্নার কন্যা আইভি।

Advertisement

আর আইভির সেই নাচের দৃশ্য মোবাইল ক্যামেরায় ধরে রাখলেন ওয়ার্নারের স্ত্রী। ওয়ার্নার সেই ভিডিও পোস্ট করে লেখেন, ‘‘আইভি হায়দরাবাদের থিম সং শুনে উত্তেজিত। ও সারাক্ষণই ওই গান শুনছে। মুখিয়ে রয়েছি আরও একটা অসাধারণ মরসুমের জন্য।’’

ডেভিড ওয়ার্নার ও ভুবনেশ্বর কুমারকে ধরে রেখেছিল সানরাইজার্স হায়দরাবাদ। নিলাম থেকে ২৫ জন পুরো দলই গুছিয়ে নিয়েছে হায়দরাবাদ। ১১কোটিতে কিনেছে মণীশ পাণ্ড্যকে। ৯ কোটিতে আফগানিস্তানের রশিদ খানকেও দলে নিয়েছে হায়দরাবাদ।

Advertisement

আরও পড়ুন
কপিল দেব একটাই জন্মায়: আজহারউদ্দিন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement