National Games 2025

জাতীয় গেমসে টেবল টেনিসে সোনা বঙ্গের ঐহিকাদের, জোড়া সোনা জিমন্যাস্টিক্সে

জাতীয় গেমসে টেবল টেনিসে সোনা জিতলেন ঐহিকা মুখোপাধ্যায় ও অনির্বাণ ঘোষ। জিমন্যাস্টিক্সে এল আরও দু’টি সোনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৪
Share:

বাংলার দুই ব্যাডমিন্টন তারকা অনির্বাণ ঘোষ (বাঁ দিকে) ও ঐহিকা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

জাতীয় গেমসের শেষ দিনও পদক জিতল পশ্চিমবঙ্গ। টেবল টেনিসে মিক্সড ডাবলসে সোনা জিতলেন ঐহিকা মুখোপাধ্যায় ও অনির্বাণ ঘোষ। জিমন্যাস্টিক্সে সোনা জিতলেন ঋতু দাস ও প্রণতি দাস। প্রতিষ্ঠা সামন্ত জিতলেন রুপো।

Advertisement

জাতীয় গেমসের শেষ দিন টেবল টেনিসের মিক্সড ডাবলসের ফাইনালে মহারাষ্ট্রের জুটির বিরুদ্ধে নেমেছিলেন ঐহিকারা। শুরুটা ভাল হয়নি তাঁদের। প্রথম দু’টি গেমে দাপট দেখান মহারাষ্ট্রের প্রতিযোগীরা। ১০-১২ ও ৬-১১ গেমে হারেন ঐহিকারা। আর একটি গেম হারলে রুপো জিতে সন্তুষ্ট থাকতে হত তাঁদের। সেখান থেকে ফেরান বঙ্গের দুই খেলোয়াড়। পরের দু’টি গেম ১১-৭, ১১-৮ পয়েন্টে জেতেন তাঁরা। শেষ গেম ছিল নির্ণায়ক। সেখানে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি ঐহিকা ও অনির্বাণ। ১১-২ পয়েন্টে জিতে ম্যাচ ও সেই সঙ্গে সোনা জেতেন তাঁরা।

বৃহস্পতিবার আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের ব্যক্তিগত প্রতিযোগিতায় বিম বার ইভেন্টের ফাইনালে সর্বোচ্চ ১১.৩৬৭ পয়েন্ট স্কোর করেন ঋতু। মহারাষ্ট্রের প্রতিযোগীকে হারিয়ে সোনা জেতেন তিনি। সেই ইভেন্টে একটুর জন্য পদক হাতছাড়া হয় প্রণতির। ১০.৩০০ পয়েন্ট স্কোর করে চার নম্বরে শেষ করেন তিনি।

Advertisement

বিম বারে হারের আক্ষেপ ফ্লোর এক্সারসাইজ়ের ফাইনালে মেটান প্রণতি। ১১.৮৬৭ পয়েন্ট স্কোর করেন তিনি। নিজের রাজ্যেরই প্রতিষ্ঠাকে হারান তিনি। প্রতিষ্ঠা স্কোর করেন ১১.৫৩৩ পয়েন্ট। প্রণতি সোনা ও প্রতিষ্ঠা রুপো জেতেন। এ বারের জাতীয় গেমসে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন জিমন্যাস্টরা। নতুন তারকা হয়ে উঠেছেন প্রণতি।

এ বারের জাতীয় গেমসে সব মিলিয়ে ১৬টি সোনা, ১৩টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ জিতেছে পশ্চিমবঙ্গ। অর্থাৎ, সব মিলিয়ে মোট ৪৭টি পদক এসেছে রাজ্যে। পদক তালিকায় দেশে আট নম্বরে শেষ করেছে পশ্চিমবঙ্গ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement